ভাইরাল টাকমাথার কনের গল্পটা জেনে নিন

দুই দিন ধরে ইন্টারনেটে ভাইরাল একটা বিয়ের ভিডিও। বিয়ের সাজে গানের তালে তালে মঞ্চে বরের দিকে এগিয়ে যাচ্ছেন কনে। এদিকে প্রেমিকাকে কনের বেশে দেখে কান্নায় ভেঙে পড়ছেন বর। এ রকম ভিডিও তো আপনি প্রায়ই দেখেন, এ আর নতুন কী! তবে এখানে যে বিষয়টি লক্ষণীয়, তা হলো, কনের মাথায় চুল নেই। একটা চুলও নেই। আর তিনি তা উইগ দিয়ে ঢাকারও চেষ্টা করেননি। বরং বিয়ের সাজেও নিজের স্বাভাবিক সৌন্দর্যই উদ্‌যাপন করেছেন। কে এই ২৭ বছর বয়সী যুক্তরাষ্ট্রপ্রবাসী ভারতীয় কনটেন্ট ক্রিয়েটর নিহার সাচদেবা? ছবি দেখতে দেখতে জেনে নেওয়া যাক বিস্তারিত।

১ / ১৪
২৪ ঘণ্টায় ইনস্টাগ্রামে নিহার সাচদেবার বিয়ের ছবির নিচে ‘ভালোবাসা’ জমেছে ৫ লাখের বেশি। এই সংখ্যা কোনো বলিউড তারকার তুলনায় কম নয়!
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ১৪
মাত্র ছয় মাস বয়স থেকে নিহার অটোইমিউন রোগ অ্যালোপেসিয়ায় আক্রান্ত।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ১৪
ফলে তাঁর চুলের ফলিকল ক্ষতিগ্রস্ত হয় মারাত্মকভাবে এবং ছোটবেলা থেকেই তিনি টাকমাথা নিয়ে বড় হয়েছেন।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ১৪
তবে অন্যদের মতো তিনি তাঁর টাকমাথা ঢাকার চেষ্টা করেননি। বরং নিজের বাস্তবতা মেনে নিয়ে নিজস্ব সৌন্দর্য মেলে ধরেছেন আত্মবিশ্বাসের সঙ্গে।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ১৪
ইনস্টাগ্রামে নিহারের অনুসারী ছাড়িয়ে গেছে ২২ হাজার। তিনি মূলত ফ্যাশন ইনফ্লুয়েন্সার।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ১৪
সাত বছরের বেশি সময় ধরে প্রেম করছেন নিহার ও অরুণ গণপতি।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ১৪
নিহারের জীবনসঙ্গী অরুণ নেটফ্লিক্সের অ্যানিমেশন বিভাগের কর্মী। সংগীত প্রযোজনাও করেন।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ১৪
ভারতীয় ঐতিহ্য মেনে জমকালো লাল লেহেঙ্গা, ওড়না ও স্টেটমেন্ট গয়নায় বউ সাজেন নিহার।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ১৪
নিহারের ফেসবুকে পোস্ট করা বিয়ের ভিডিও কেবল তাঁর অ্যাকাউন্ট থেকেই প্রথম ২৪ ঘণ্টায় দেখা হয়েছে ৪ কোটির বেশি।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ১৪
নিজেকে নিজের মতো করেই গ্রহণ করার এক অনন্য উদাহরণ নিহার।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১১ / ১৪
বিশ্বের নানা প্রান্ত থেকে হাজারো মানুষ এই জুটিকে জনিয়েছেন অভিনন্দন।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১২ / ১৪
অনেকেই এই জুটির ছবির নিচে মন্তব্য করেছেন, ‘বোল্ড অ্যান্ড বিউটিফুল!’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৩ / ১৪
আরেকজন লিখেছেন, ‘আমিও অ্যালোপেসিয়ার রোগী। মাথা ঢেকে রাখতে রাখতে আমি ক্লান্ত। নিজেকে আর লুকাতে চাই না। আপনাকে দেখে ভারমুক্ত হলাম, অনুপ্রাণিত হলাম।’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৪ / ১৪
আরেকজন লিখেছেন, ‘রাজকন্যার মাথায় চুল আছে কি নেই, তাতে কিচ্ছু আসে যায় না। আপনাকে রূপকথার রাজকন্যার মতোই লাগছে।’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন