বর-বউ ছাপিয়ে আলোচনায় প্রিয়াঙ্কার ১০০ কোটির নেকলেস

১ / ১৩
৭ বছরের ছোট ভাই সিদ্ধার্থ চোপড়া ও নীলম উপাধ্যায়ের বিয়েতে ঝলমল করছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। মনীশ মালহোত্রার নকশা করা একহাতা, সুইটহার্ট নেকলাইনের লেহেঙ্গাটি বহু মূল্যের কয়েক হাজার ক্রিস্টালে তৈরি।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ১৩
সব ছাপিয়ে আলোচনায় প্রিয়াঙ্কার অত্যন্ত দামি নেকলেস। এটি নেওয়া হয়েছে ইতালির লাক্সারি ফ্যাশন হাউজ বুলগারি থেকে। নেকলেসটি নীতা আম্বানিরও দৃষ্টি আকর্ষণ করেছে।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ১৩
‘দ্য এমির‍্যাল্ড ভেনাস’ নামের নেকলেসটিকে বলা হচ্ছে এই বিয়ের শো স্টপার! অনেক হীরা ও ৬২টি পান্না বসিয়ে ১ হাজার ৬ শ ঘণ্টা ধরে তৈরি হয়েছে এই নেকপিস।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ১৩
‘ভোগ’ জানিয়েছে, এই নেকপিসের দাম ৭০ কোটি রুপি বা ৯৭ কোটি টাকা।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ১৩
এর আগে প্রিয়াঙ্কা চোপড়া ভাইয়ের বিয়ের মেহেদী অনুষ্ঠানে রাহুল মিশ্রর নকশা করা স্ট্র্যাপলেস করসেট লেহেঙ্গার সঙ্গে মিলিয়ে সাদা-গোলাপী একটি নেকলেস পরেন।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ১৩
এই নেকলেসও বুলগারি থেকে নেওয়া। আইএনআর অনুসারে, এই নেকলেসের দাম ১২ কোটি রুপি বা ১৬ কোটি ৬৮ লাখ টাকা। বলা বাহুল্য, প্রিয়াঙ্কা চোপড়া বুলগারির ব্র্যান্ড অ্যাম্বাসেডর।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ১৩
প্রি-ওয়েডিংয়ের একটি আয়োজনে ভারতীয় ঐতিহ্যবাহী লুকে প্রিয়াঙ্কা।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ১৩
বিয়েতে পরিনীতি চোপড়া ও প্রিয়াঙ্কা চোপড়া।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ১৩
জীবনসঙ্গী নিক জোনাসের সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়া। ‘সংগীত’ অনুষ্ঠানে নিক গেয়েছেন, প্রিয়াঙ্কা নেচেছেন।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ১৩
সংবর্ধনা অনুষ্ঠানে প্রিয়াঙ্কা, নিক ও মালতী।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১১ / ১৩
বিয়েতে একটি পারিবারিক ছবি।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১২ / ১৩
বর সিদ্ধার্থ চোপড়া ও বউ নীলম উপাধ্যায়।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৩ / ১৩
বর-বউয়ের সঙ্গে প্রিয়াঙ্কা ও নিক।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন