বরের সাজে অভিনেতা সোহেল মন্ডল কী পরলেন

বিয়েতে বরবাবুদের যে শেরওয়ানি আগে হাঁটু ছাড়িয়ে যেতে দেখা যেত, সেটাই এখন খাটো হয়ে হাঁটুর ওপরে উঠে এসেছে। কিছুদিন আগেও পাঞ্জাবির সঙ্গে কটি পরার চল ছিল। বিয়ের মূল পর্বে পাঞ্জাবি পরার সেই ধারাও এখন কিছুটা কমে এসেছে। ওটুর প্রধান ডিজাইনার মুসআব চৌধুরী জানান, আন্তর্জাতিকভাবে যেসব নকশা এখন বিয়েতে বেশি চলছে, সেগুলোই পরছেন দেশের তরুণ বরেরা। আমাদেরও তাই সেভাবেই নকশা করতে হচ্ছে হালকা রং ধরে। বিয়ের কোন আয়োজনে বরের পোশাক কেমন হতে পারে, দেখা যাক তারই কয়েকটা ঝলক।

১ / ৬
দুই বছর ধরে বিয়ের আয়োজনে আন্তর্জাতিকভাবেই ট্রেন্ডে আছে প্রকৃতি ও প্রাণীর নকশা। অনেকেই বিয়ের থিম হিসেবে বাগান অথবা পশুপাখি বেছে নিচ্ছেন। এমন বিয়ের একটি আয়োজনে পরতে পারেন ফড়িং নকশার এই স্যুট। কালো স্যুটে অ্যাপ্লিক নকশায় একাধিক ফড়িং বসানো হয়েছে। দুই বোতামের সিঙ্গেল ব্রেস্ট্রেড স্যুটটি আলাদাভাবে নজর কাড়ে। পোশাক: ওটু
বরের সাজে মডেল হয়েছেন অভিনেতা সোহেল মন্ডল, ছবি: কবির হোসেন
২ / ৬
বরের পোশাকে এবার সবচেয়ে ট্রেন্ডি শ্রাগ। রুবিক রেড এই শ্রাগের সঙ্গে মিলিয়ে করা হয়েছে ভেতরের খাটো পাঞ্জাবিটার নকশা। চেইন বা শিকল থেকে অনুপ্রাণিত হয়ে এই নকশা করা হয়েছে। শ্রাগের জমিনজুড়ে আরও আছে সুতা, জরি ও পাইপের কাজ। পুরো লুককে সম্পূর্ণতা দিয়েছে সাদা প্যান্ট কাটের পায়জামা। পোশাক: ওটু
ছবি: কবির হোসেন
৩ / ৬
বিয়েবাড়িতে, বিশেষ করে বরের পোশাকে হালকা রংগুলো বেশি চলছে। সেখানে সাদা বা চাঁপা সাদা রং হলে তো কথাই নেই। সাদা স্লিমফিট পাঞ্জাবির ওপর কটির নকশায়ও সেলফ কালারের ব্যবহার। পেইসলি নকশার অনুপ্রেরণায় কটির দুই পাশে নকশা করা হয়েছে। কলারের সামনের অংশে অল্প একটু সুতার কাজ। বেজ কালারের এই কোটি-পাঞ্জাবির সেটটি আংটিবদল বা আক্দের অনুষ্ঠানে হতে পারে আদর্শ। পোশাক: ওটু
ছবি: কবির হোসেন
৪ / ৬
আমাদের দেশে বিয়ের রং মানেই যেন লাল। ঐতিহ্যবাহী বিয়ের পোশাক হিসেবে শেরওয়ানিতে এই রঙের ব্যবহার চোখে পড়ে। এবারও আছে তেমন শেরওয়ানি। তবে ঝুলে কিছুটা খাটো হয়ে এসেছে। ধুপিয়ান সিল্কের কাপড়ে তৈরি এই শেরওয়ানিতে কারচুপির নকশা করা হয়েছে। কারচুপির কাজে ব্যবহার করা হয়েছে সুতা, জরি, পাইপ, চুমকি ও পাথর। ধাতব বোতামে আরেকটু অভিজাত হয়ে উঠেছে স্যুট কাটের শেরওয়ানি। পোশাক: ইনফিনিটি
ছবি: কবির হোসেন
৫ / ৬
যাঁরা হলুদের অনুষ্ঠানে একটু সাদামাটা থাকতে চান, তেমন বরের জন্য এই সাজ। ক্রিম কালারের পাঞ্জাবির ওপর পেঁয়াজরঙা কোটি, তাতে অল্প একটু কাজ। কলারটাও জরি-সুতায় রাঙানো। হলুদে পাঞ্জাবির সঙ্গে কনট্রাস্ট রেখেই বেছে নেওয়া যেতে পারে এই রং। তার সঙ্গে ন্যারো শেপে সাদা পায়জামা। পোশাক: লুবনান
ছবি: কবির হোসেন
৬ / ৬
মেরুন মখমলের এই ব্লেজারের লেপেল করা হয়েছে শালের নকশায়। বউভাতের সন্ধ্যায় এমন পোশাক পরতে পারেন নতুন বর। সঙ্গে কালো ফরমাল শার্ট ও প্যান্ট। পোশাক: ওটু
ছবি: কবির হোসেন
আরও পড়ুন