বরের সাজে অভিনেতা সোহেল মন্ডল কী পরলেন
বিয়েতে বরবাবুদের যে শেরওয়ানি আগে হাঁটু ছাড়িয়ে যেতে দেখা যেত, সেটাই এখন খাটো হয়ে হাঁটুর ওপরে উঠে এসেছে। কিছুদিন আগেও পাঞ্জাবির সঙ্গে কটি পরার চল ছিল। বিয়ের মূল পর্বে পাঞ্জাবি পরার সেই ধারাও এখন কিছুটা কমে এসেছে। ওটুর প্রধান ডিজাইনার মুসআব চৌধুরী জানান, আন্তর্জাতিকভাবে যেসব নকশা এখন বিয়েতে বেশি চলছে, সেগুলোই পরছেন দেশের তরুণ বরেরা। আমাদেরও তাই সেভাবেই নকশা করতে হচ্ছে হালকা রং ধরে। বিয়ের কোন আয়োজনে বরের পোশাক কেমন হতে পারে, দেখা যাক তারই কয়েকটা ঝলক।
১ / ৬
২ / ৬
৩ / ৬
৪ / ৬
৫ / ৬
৬ / ৬