অনন্যার পছন্দের সবজি কী জানেন?

‘কল মি বে’ সিরিজের একটি দৃশ্যে অনন্যা
ছবি: ইনস্টাগ্রাম থেকে

৬ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ফ্যাশননির্ভর কমেডি ড্রামা সিরিজ ‘কল মি বে’। এখানে মুখ্য চরিত্রে ধনীর আদরের কন্যা ও ধনকুবেরের ফ্যাশনিস্তা স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন অনন্যা পান্ডে, যার একমাত্র কাজ সুন্দর করে সেজেগুজে থাকা! এই জীবনযাপন করতে করতে ‘বোর হয়ে’ পরকীয়ায় জড়িয়ে পড়ে বে। হাতেনাতে ধরা পড়ে যায় স্বামীর কাছে। এরপর দেখা যায় ‘বে’কে বাসা থেকে বের করে দিয়েছে তার স্বামী। তার সমস্ত ব্যাংক অ্যাকাউন্টও সিজ করা হয়। অর্থাৎ এক ঘণ্টার নোটিশে ‘রাজরানি’ থেকে সে রাস্তায় নেমে আসে। তার যাওয়ার কোনো জায়গা নেই। ‘ক্যাশ’ রাখার অভ্যাস না থাকায় খাবার কেনারও টাকা নেই। গায়ে লুই ভুতোর পোশাক, পায়ে শ্যানেলের জুতা আর হাতে গুচির ব্যাগ নিয়ে রাস্তায় দাঁড়িয়ে সে ভাবছে, এখন কী করা যায়। জীবনের এই মোড় থেকে সে কোথায় যাবে? এভাবেই এগিয়ে যায় গল্প, সিরিজ।

সিরিজটি নিয়ে চলছে তুমুল আলোচনা–সমালোচনা। আইএমডিবির রেটিংয়ে দশের ভেতর ৬ দশমিক ১ পাওয়া সিরিজটি দর্শক দেখছে আর সামাজিক যোগাযোগমাধ্যমে আলাপে অংশ নিচ্ছে। মুক্তির কয়েক দিন পর থেকেই সিরিজটি রয়েছে নেটফ্লিক্সের ‘নাউ স্ট্রিমিং’–এর ‘মোস্ট ওয়াচড’ তালিকায়। ফলে স্বাভাবিকভাবেই বলিউডের জেন–জিদের প্রতিনিধি, ২৫ বছর বয়সী অনন্যা পান্ডেও রয়েছেন আলোচনায়। ৫ ফুট ৭ ইঞ্চি উচ্চতার অনন্যার ওজন মাত্র ৫২ কেজি। তাই সাক্ষাৎকারগুলোতে ঘুরেফিরে আসছে তাঁর খাদ্যাভ্যাস, ব্যায়াম আর সৌন্দর্যের রহস্য। খাওয়াদাওয়া ও ফিটসেন নিয়ে ভক্তদের নানা প্রশ্নের উত্তর দিয়েছেন অনন্যা।  

আরও পড়ুন
৫ ফুট ৭ ইঞ্চি উচ্চতার অনন্যার ওজন মাত্র ৫২ কেজি
ছবি: ইনস্টাগ্রাম থেকে

ওজন কতটা কমল-বাড়ল বা ‘ফিগার’ কেমন হলো, এসবের চেয়েও অনন্যার কাছে গুরুত্বপূর্ণ হলো শরীরটাকে ‘ফিট’ রাখা। খাওয়া নিয়ে নিজের প্রতি কঠোর নন অনন্যা, বরং দয়ালু। সপ্তাহের নিয়ম আর সপ্তাহান্তের অনিয়মের এক দারুণ ভারসাম্য বজায় রাখেন তিনি। শরীরটাকে সুস্থ রাখার জন্য খাবারদাবার, বিশ্রাম আর ব্যায়াম সবই ঠিকঠাক হওয়া চাই বলে বিশ্বাস করেন এই তারকা। ভোগ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে অনন্যা বলেন, ‘আমার শরীরের মেটাবলিজম জিনগতভাবেই ভালো। বোধ হয় বাবার (চাঙ্কি পান্ডে) থেকে পাওয়া। তাই যা মন চায় খেলেও দেখলে বুঝবেন না।’  

ব্যায়ামের ফলে স্বাভাবিকভাবে ত্বকে গোলাপি আভা আসে বলেই দাবি করেন অনন্যা
ছবি: ইনস্টাগ্রাম থেকে

অনন্যার পছন্দের সবজি কী?

স্বাস্থ্যসচেতন হিসেবে পরিচিত বলেই যে অনন্যা পান্ডে সালাদ খেয়ে দিন কাটিয়ে দেন, এমনটা ভাবলে ভুল করবেন। রান্না করা সবজিই পছন্দ করেন তিনি। অনন্যার পছন্দের সবজি কি জানেন? ঢ্যাঁড়স! সকালবেলা ডিম, পনির আর কফি খান অনন্যা। দুপুরে নিজের জন্য বরাদ্দ রাখেন একটি চিকেন স্যান্ডউইচ। রাতের বেলাটায় স্যুপ খান। সঙ্গে থাকে মাংস কিংবা গ্রিল করা মাছ। তবে বাইরে গেলে স্ন্যাকস হিসেবে মাঝেমধ্যেই থাকে কেএফসির চিকেন পপকর্ন।

রোববারটা অনন্যার ‘চিট মিল ডে’। এই একটি দিন পছন্দমাফিক খাবারদাবার খান তিনি। তাঁর পছন্দের তালিকায় আছে বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, পিৎজা, বাটার চিকেন, চিজ নান, চকলেট চিপ প্যানকেক, হট চকলেট, কুকিজ।

আরও পড়ুন
আগে ব্যায়াম করতেন না অনন্যা, কেবল বলিউডের গান ছেড়ে দিয়ে প্রতিদিন ঘণ্টাখানেক নাচতেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে

যেভাবে শরীরের যত্ন নেন

আগে ব্যায়াম করতেন না, কেবল বলিউডের গান ছেড়ে দিয়ে প্রতিদিন ঘণ্টাখানেক নাচতেন। সপ্তাহে এক দিন করতেন পিলাটিস। তবে দুবছর হলো নিয়মিত ব্যায়াম করেন। অনন্যা জানান, শরীরচর্চা কেবল শরীরের জন্যই নয়, মন এবং ত্বকের জন্যও উপকারী। ব্যায়ামের ফলে শরীরে বাড়ে সুখের হরমোন। যোগব্যায়ামের মতো শরীরচর্চায় ত্বকে রক্ত সঞ্চালন হয় খুব ভালোভাবে। ফলে ত্বকে অক্সিজেন এবং নানান পুষ্টি উপাদান পৌঁছে ঠিকঠাক। ত্বক ভেতর থেকে উজ্জ্বল হয়ে ওঠে। অনন্যার ত্বকে যে গোলাপি আভা দেখেন, সেটি নাকি মেকআপ নয়! ব্যায়ামের ফলে স্বাভাবিকভাবে গোলাপি আভা আসে বলেই দাবি করেন অনন্যা।

ওজন কতটা কমল-বাড়ল বা ‘ফিগার’ কেমন হলো, এসবের চেয়েও অনন্যার কাছে গুরুত্বপূর্ণ হলো শরীরটাকে ‘ফিট’ রাখা
ছবি: ইনস্টাগ্রাম থেকে

সকালে প্রথম যে কাজটা করেন তিনি, তা হলো যোগব্যায়াম। কোনো কাজের জন্যই সকালের ব্যায়ামটাকে বাদ পড়তে দেন না। আগে ব্যায়াম, পরে অন্য কাজ। ভিন্নধারার যোগব্যায়ামের বিশেষ করে ‘আপসাইড ডাউন’ ভঙ্গিমায় একাধিকবার ছবি ‘পোস্ট’ করতেও দেখা গেছে তাঁকে। শরীরচর্চার ক্ষেত্রে স্ট্রেচিংকে গুরুত্ব দেন।


সূত্র: ইন্ডিয়া টুডে, ভোগ ইন্ডিয়া

আরও পড়ুন