ছবিতে ঢাকা মেকার্স
এ যেন এক ছাদের নিচে আর্ট, ক্র্যাফট, ফ্যাশনসহ অনেক কিছুর সমন্বয়। ১ ফেব্রুয়ারি রাজধানীর গুলশান লিংক রোডের আলোকি কনভেনশন সেন্টারে শুরু হয়েছে ঢাকা মেকার্সের আসর। চলবে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত। সমমনা শিল্পপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জমজমাট ঢাকা মেকার্স। প্রধান্য পেয়েছে নতুন প্রজন্ম। তবে বর্ষীয়ানরাও চমৎকৃত হবেন। ১ ফেব্রুয়ারির সন্ধ্যায় নারায়ণগঞ্জ কিলার কালচার তাদের সংগীত পরিবেশন করে। মেলার অন্য পাশে ৮৫ জন শিল্পীর কাজ নিয়ে চলছে প্রদর্শনী। এই উৎসবের বৈচিত্র্যময় কর্মশালাগুলোর মাধ্যমে নিজেদের সৃজনশীলতার প্রকাশ সবার কাছে পৌঁছে দিতে পারবেন শিল্পী ও আর্টিজানরা। চার দিনের এই আয়োজনে আরও আছে জাদুঘর নামের গ্যালারি, যেখানে শিল্পীর কাজ প্রদর্শন করা হচ্ছে। এ ছাড়া আছে সাজানো খাবারের প্যাভিলিয়ন। চাইলে চা, কফি, মম, কুকিজ, পিৎজা, পাস্তা, চটপটি, ফুচকা থেকে শুরু করে যেসব খাবারকে আপন করে নিয়েছেন ঢাকার তরুণেরা, তার সবকিছুর স্বাদ নিতে পারবেন।