শিশুদের ঈদপোশাকে যেসব বৈচিত্র্য দেখা যাচ্ছে এবার

জামার নকশা ও মোটিফে রয়েছে ভিন্নতা। মডেল: যাহরা, পোশাক: লা রিভ, কৃতজ্ঞতা: বাবুল্যান্ড
ছবি: সুমন ইউসুফ

কথা বলা শুরু হলেই পোশাক নিয়ে শিশুদের কত আবদার। যাদের বোঝার বয়স হয়নি, তারাও বাদ পড়ে না। তাদের সাজান বড়রা। এবারও আরাম ও স্বস্তির কথা মাথায় রেখে ফ্যাশন হাউস ও অনলাইন উদ্যোগগুলো শিশুদের ঈদ আয়োজন এনেছে। রাজধানীর নামকরা বিপণিবিতানগুলোর বিভিন্ন দোকান ও আশপাশের বাজার ঘুরে শিশুদের পোশাকে নানা বৈচিত্র্য চোখে পড়ল।

হালকা কাজ, মোটিফে ভিন্নতা

পোশাকে থাকছে হালকা রঙের ব্যবহার। পোশাক: কিউরিয়াস
ছবি: সুমন ইউসুফ

রঙের ক্ষেত্রে এবার হালকা–উজ্জ্বল সব রঙের কমবেশি প্রাধান্য থাকলেও শিশুদের পোশাকে হালকা কাজের কদরই যেন বেশি। সুতি ছাড়াও মিলছে লিনেন, সিল্ক, ভিসকস, মসলিন, রেশমি কাপড়ের পোশাক। জামার নকশা ও মোটিফে রয়েছে ভিন্নতা। সুতার কাজের ফুল ও লতাপাতা নকশা ফুটিয়ে তোলা হয়েছে। পাশাপাশি পাবেন ব্লকপ্রিন্ট, স্ক্রিনপ্রিন্ট, ডিজিটাল ছাপ, চুমকি, কারচুপি ও এমব্রয়ডারি কাজ করা পোশাক।

রঙের ক্ষেত্রে গোলাপি, আইস ব্লু, লেমন, সাদা, হলুদ, লাল ইত্যাদি রঙের বিভিন্ন শেডের জামাকাপড় কিনছেন ক্রেতারা। একটু ভারী ও জমকালো পোশাকে যাঁদের আগ্রহ, শিশুর জন্য তাঁরা চাইলে সফট জর্জেট, সিল্কের মধ্যে পোশাক বেছে নিতে পারেন।

আরও পড়ুন

মেয়েশিশুদের পোশাক

আরামদায়ক পোশাক। পোশাক: ইনফিনিটি
ছবি: সুমন ইউসুফ

প্রায় প্রতিটি দেশীয় ফ্যাশন হাউসেই মিলছে বাহারি কাট ও ছাঁটে মেয়েশিশুদের পোশাক। ফ্রকের সঙ্গে সারারা প্যান্ট, কোটি ফ্রক, সালোয়ার–কামিজ, ঘাগড়া চোলির টপে নান্দনিক ডিজাইন প্যাটার্ন এবারের বিশেষ আকর্ষণ। এ ছাড়া লেহেঙ্গার আদলে শিশুদের তৈরি শাড়িগুলো ক্রেতাদের বিশেষ দৃষ্টি কাড়ছে। ঘটিহাতা, টিউলিপহাতা, পাফ বা গোলাকারহাতা, কেপহাতা ইত্যাদি বেশ চলছে। লা রিভ ও আড়ংয়ের পোশাকে দেখা গেল এ লাইন, আঙরাখা কাট, নায়রা কাট, বায়াস কাটসহ নানা রকমের বৈচিত্র্য।

ছেলেদের পোশাকে উৎসবের আবহ

ছেলেশিশুদের ঈদপোশাকের মূল আকর্ষণ পাঞ্জাবি-পায়জামা। পোশাক: ক্লাব হাউস
ছবি: সুমন ইউসুফ

ছেলেশিশুদের ঈদপোশাকের আয়োজনে প্রতিবারের মতো এবারও মূল আকর্ষণ পাঞ্জাবি-পায়জামা। এ ছাড়া থাকছে কাবলি সেট ও শেরওয়ানি সেট। এসব পোশাকে দেশীয় নকশার পাশাপাশি রয়েছে মোগল, তুর্কি, আফগানি বিভিন্ন প্যাটার্নের ছাপ ও সুতার কাজ। আছে শার্ট, বডি স্যুট, ব্লেজার, কোটি, টুপি, জিনসের রকমারি পোশাক। অন্যদিকে নবজাতকদের জন্য রয়েছে সুতি ফতুয়া, বেবি সেট, প্যান্ট ইত্যাদি।

দামের তারতম্য

আরাম ও স্বস্তির কথা মাথায় রেখে ফ্যাশন হাউস ও অনলাইন উদ্যোগগুলো শিশুদের ঈদ আয়োজন এনেছে। পোশাক: ক্লাব হাউস
ছবি: সুমন ইউসুফ

মেয়েদের লেহেঙ্গা চোলির দাম শুরু হচ্ছে ১ হাজার ২০০ টাকা থেকে। ফিউশনধর্মী সব পোশাকের দাম ১ হাজার টাকা থেকে শুরু করে ৩-৪ হাজার টাকা পর্যন্ত। রেডি শাড়ির দাম ১ হাজার ৬০০ টাকা থেকে শুরু করে ৩ হাজার টাকা পর্যন্ত। ফ্রক, টু–পিস মিলছে ৬০০ টাকা থেকে শুরু করে ২ হাজার ৫০০ টাকার মধ্যে। অন্যদিকে ছেলেদের সুতির পাঞ্জাবির দাম শুরু ৭০০ টাকা থেকে। কাপড়ের মান ও কাজভেদে ৪-৫ হাজার টাকা পর্যন্ত। এ ছাড়া কোটি মিলছে ৮০০ থেকে ১ হাজার ৫০০ টাকার ভেতর। শার্ট, প্যান্ট, টি–শার্টের দাম ৪০০ টাকা থেকে শুরু।

তবে নিউমার্কেট, গাউছিয়া মার্কেট এবং খোলাবাজারে আরও কমে কিনতে পারবেন শিশুদের পোশাক। রয়েছে দামাদামি করার সুযোগও। তাই সাধ্যের মধ্যে সোনামণিদের শখের পোশাকটি কিনতে চাইলে এসব দোকান থেকেও কেনাকাটা করতে পারেন।

আরও পড়ুন