কেমন হবে শিশুর ঈদের পোশাক
‘আরামের জন্য সুতি কাপড়ের জুড়ি নেই। তাই এবার শিশুদের অধিকাংশ ঈদপোশাকে সুতি কাপড় ব্যবহার করা হয়েছে,’ জানালেন ফ্যাশন হাউস কিউরিয়াসের মার্কেটিং এক্সিকিউটিভ তাসনিম বারী। এ ছাড়া ভিসকস, লিনেন ও সিল্ক কাপড়ের পোশাকও দেখা যাচ্ছে শিশুদের ঈদপোশাকের সংগ্রহে।
গরমের কথা মাথায় রেখে শিশুদের বেশির ভাগ পোশাকে দেখা গেছে হাফহাতা। এ ছাড়া শিশুদের প্যান্টগুলোও বেশ ঢিলেঢালাভাবে তৈরি করা হয়েছে। শিশুদের পোশাকে বরাবরের মতোই প্রাধান্য পেয়েছে বিভিন্ন কার্টুন, কমিক চরিত্র ও পশুপাখির ছবি।
ছেলেশিশুদের পোশাক
ঈদের সকালে বাবা, চাচাদের হাত ধরে ঈদগাহে যায় ছোট্ট শিশু। সকালের এই পর্বে শিশুদের জন্য আরামদায়ক কাপড়ের পাঞ্জাবি এনেছে ফ্যাশন হাউসগুলো। ক্লাবহাউসের ফ্যাশন ডিজাইনার ইফতেখারুল ইসলাম বলেন, শিশুদের ঈদের পোশাকে উজ্জ্বল ও প্রাণবন্ত রংগুলোই বেশি ব্যবহার করা হয়েছে। পাঞ্জাবি ছাড়াও ছেলেশিশুদের জন্য রয়েছে ফুলহাতা ও ছোট হাতার শার্ট, ফতুয়া, পোলো শার্ট, টি-শার্ট ইত্যাদি।
বিশ্বজুড়ে চলছে ঢিলেঢালা পোশাকের ফ্যাশন। সেই ধারাবাহিকতায় এবার ৪ থেকে ১৫ বছরের ছেলেশিশুদের জন্যও ড্রপ শোল্ডার শার্ট ও টি-শার্ট এনেছে ক্লাবহাউস। এসব পোশাকের হাতা কাঁধের কিছুটা নিচ থেকে শুরু হয়। এ ছাড়া প্যাচওয়ার্ক করা পোলো শার্ট দেখা গেছে এবার।
মেয়েশিশুদের পোশাক
ঈদের সকালে শিশুদের যেন একটু জমকালো পোশাক ছাড়া জমেই না। এবার বেশ কিছু ফ্যাশন হাউস ঘুরে দেখা গেল মেয়েশিশুদের জমকালো ফ্রক। নরম জর্জেট, ক্রেপ সিল্ক, নেট ও ভিসকস কাপড়ের ফ্রকে দেখা গেছে লেইস, টার্সেল, পাথর, এমব্রয়ডারি, কারচুপি, সিকোয়েন্সের কাজ। তবে জমকালো ফ্রকের পাশাপাশি সুতির আরামদায়ক ফ্রকও রয়েছে। ফ্রক ছাড়াও মেয়েশিশুদের জন্য রয়েছে বিভিন্ন প্যাটার্নের সালোয়ার-কামিজ, কাফতান, জাম্পস্যুট ও স্কার্ট-টপ।
খেয়াল রাখুন
ঈদের ছুটিতে সারা দিন খেলাধুলায় মেতে থাকে শিশুরা। তাই শিশুর পোশাক নির্বাচনের সময় খেয়াল রাখা উচিত, পোশাকটির মধ্য দিয়ে যেন সহজেই বাতাস চলাচল করতে পারে। আরামদায়ক পোশাকের পাশাপাশি শিশুকে উপহার দিতে পারেন পোশাকের সঙ্গে মানানসই অনুষঙ্গ, যেমন ব্যাগ, চুড়ি, ঘড়ি, হেয়ারব্যান্ড ইত্যাদি।
শিশুর পোশাক কেনার সময় নিজের পাশাপাশি শিশুর পছন্দকেও প্রাধান্য দিন। শিশুর পছন্দের পোশাকটি কেনার অনুপযোগী হলে তাকে বুঝিয়ে বলুন। এতে শিশু নিজের মতামত প্রকাশ করতে শিখবে এবং আত্মবিশ্বাসী হয়ে বেড়ে উঠবে।