জেন–জিদের ঈদের পোশাক কোথায় পাবেন, কেমন দাম
জীবনের সবচেয়ে রঙিন সময় বোধ হয় কৈশোর। এই বয়সের ছেলেমেয়েরা সবকিছুই তাদের মর্জিমাফিক করতে পছন্দ করে। মা–বাবা হয়তো হঠাৎ করে খেয়াল করেন, তাঁদের সেই ছোট্ট ছেলে–মেয়ে কখন যেন বড় হয়ে গেছে! সবকিছুতে এখন তারা তাদের মতামত দিতে পছন্দ করে। সাজপোশাকেও ফুটে ওঠে তাদের নিজস্বতা।
ইন্টারনেটের কল্যাণে আজকাল কিশোর-কিশোরীরা বেশ ফ্যাশনসচেতন। কোথায় কী ট্রেন্ড চলছে, সব যেন তাদের নখদর্পণে। ঈদের সময় গরম থাকবে, তাই আবহাওয়ার কথা মাথায় রেখেই ফ্যাশন হাউসগুলো জি প্রজন্মের ঈদপোশাকের নকশা করেছে।
কী আছে জি ছেলেদের জন্য
একসময় নীল, কালো আর সাদার বাইরে ছেলেদের পোশাক ভাবাই যেত না। তবে এখনকার কিশোরদের পোশাকে প্রায় সব রংই দেখা যায়। তাদের পছন্দের তালিকায় আছে পোলো শার্ট, টি-শার্ট ও শার্ট। কিশোরদের ঈদপোশাকে এবার ঢিলেঢালা হাফ শার্টের প্রাধান্য। এসব শার্টে প্রিন্টের পাশাপাশি স্ট্রাইপও রয়েছে। কিছু শার্টে বোতামের পরিবর্তে ব্যবহার করা হয়েছে চেইন। কিশোরদের মধ্যে এক সাইজ বড় হাফ শার্ট পরার ট্রেন্ড চলছে, যেটাকে বলা হচ্ছে ওভারসাইজ। এ ছাড়া রঙিন ফুলহাতা শার্ট কনুই পর্যন্ত ভাঁজ করে পরছে কিশোরেরা।
কিশোরদের জন্য জিনস, গ্যাবার্ডিন, কার্গো—সব ধরনের প্যান্টই এবার ট্রেন্ডে থাকছে, জানালেন সারা লাইফস্টাইলের ফ্যাশন ডিজাইনার জাহানারা খান। আর জুতার ক্ষেত্রে এসব পোশাকের সঙ্গে কেডস বেশি মানানসই।
কী আছে জি মেয়েদের জন্য
নিজেদের সাজপোশাক নিয়ে বড়দের চেয়েও বোধ হয় বেশি সচেতন থাকে কিশোরীরা। ঈদে কোন সময়ে কোন জামা পরবে, জামার সঙ্গে মিলিয়ে কোন জুতা বেছে নেবে কিংবা চুল কীভাবে বাঁধা হবে—অনেক আগেই এসব ঠিক করে রাখে তারা। ঈদবাজার ঘুরে দেখা গেল, টিনএজার মেয়েদের জন্য এবার রয়েছে ফ্রক, টপ, প্যান্ট, কাফতান, স্কার্ট, জাম্পস্যুট, মিডি ড্রেস ও কো-অর্ড সেট। কিশোরীদের পোশাকে এবার হালকা রংগুলোই বেশি চোখে পড়ছে।
প্রথমবারের মতো এবার কিশোরীদের ঈদপোশাক এনেছে কিউরিয়াস। ফ্যাশন হাউসটির টিনএজ পোশাকের থিম ‘সামার’। গরমের মধ্যে যেন কিশোর-কিশোরীরা স্বচ্ছন্দে চলাফেরা করতে পারে, তাই তাঁরা পোশাক তৈরিতে আরামদায়ক কাপড়গুলোকেই বেছে নিয়েছেন, জানালেন কিউরিয়াসের মার্কেটিং এক্সিকিউটিভ তাসনিম বারী।
কিশোরীদের পোশাকের হাতায় দেখা মিলছে হাফ স্লিভ, বেলুন স্লিভ, ড্রপ শোল্ডার, কিমানো স্লিভ। জামার কলারের নকশাতেও দেখা যাচ্ছে নতুনত্ব।
কোথায় পাবেন, কেমন দাম
লা রিভ, ঢেউ বাই সারা, দেশাল, কিউরিয়াস, বিশ্বরঙ, বিটু, কে ক্র্যাফট, আড়ং, ইয়েলো, দর্জিবাড়ি, দেশীদশ, ইজি, ক্যাটস আই, অঞ্জন’স, জেন্টল পার্ক, রঙ বাংলাদেশ, মুমু মারিয়াসহ অনেক ফ্যাশন হাউসে পেয়ে যাবেন কৈশোরের পোশাক। বাজার ঘুরে কিনতে চাইলে যেতে পারেন যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা, নিউমার্কেট, নূরজাহান মার্কেট, উত্তরার রাজলক্ষ্মী কমপ্লেক্স, মিরপুরের হোপ মার্কেট। গজ কাপড় কিনে চাইলে দরজির কাছ থেকে বানিয়েও নিতে পারেন। তবে এ জন্য হাতে পর্যাপ্ত সময় আছে কি না, দেখে নিন।
নকশাভেদে ৬০০ থেকে ৫ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন কিশোর-কিশোরীদের ঈদপোশাক।