ঈদপোশাক কেনার আগে একবার দেখে নিন, বাজারে কী এসেছে
শুরু হয়ে গেছে ঈদের কেনাকাটা। সন্ধ্যা হলেই জমজমাট স্ট্রিট মার্কেট থেকে নামীদামি শপিংমল। মেয়েদের ঈদপোশাকে এবার সালোয়ার–কামিজের আধিপত্য দেখা গেল। লম্বা, খাটো—দুই ধরনের কামিজই রাজত্ব করছে। নতুন ধারা আর ছাঁটের পাশাপাশি জারদৌসির নকশা এবার পোশাকে বেশ প্রাধান্য পাচ্ছে। এবারের ঈদ পোশাকে প্রাণবন্ত রঙের কাপড়ের ব্যবহার হয়েছে বেশি। যেমন গোলাপি রঙের নানা শেডের ব্যবহার চোখে পড়ল, আছে লাল রঙের ব্যবহার। ঈদে গরম থাকার আশঙ্কা রয়েছে। সে জন্য সাদা বা বেজ কালারের আধিক্যও দেখা গেল বেশ কিছু পোশাকে।
১ / ৮
২ / ৮
৩ / ৮
৪ / ৮
৫ / ৮
৬ / ৮
৭ / ৮
৮ / ৮