দেশি ব্র্যান্ডগুলোর বসন্ত-পোশাক

সেইলর

ফুলের সঙ্গে বসন্তের গভীর প্রণয়ের সম্পর্ক। সেইলরের ২০২২ সালের বসন্ত কালেকশনে এবার তাই যশোরের গদখালীর ফুলের মাঠের দিগন্তজোড়া রঙিন ফুলকে উপস্থাপন করা হয়েছে। ‘ফুলের রাজ্যে সেইলর’ ক্যাম্পেইন বিষয়ে এই পোশাক ব্র্যান্ডের প্রধান পরিচালন কর্মকর্তা রেজাউল কবির বলেন, ‘দেশের ফুলের চাহিদার সিংহভাগ পূরণ করে গদখালী। মূলত শীতের শেষ থেকে বসন্তের শুরু পর্যন্ত যশোরের গদখালী অপরূপ সৌন্দর্যে সাজে। আমরা নেদারল্যান্ডসের কেউকেনহোফ, ফ্রান্সের প্রোভেন্স, ক্যালিফোর্নিয়ার কার্লসবাদের নাম জানি। একইভাবে, আমাদের গদখালী হয়ে উঠতে পারে দেশের অন্যতম পর্যটনকেন্দ্র। তাই সেইলরের এবারের বসন্তের ক্যাম্পেইনের শুটিং হয়েছে যশোরের গদখালীতে। আমরা নিজেদের যা কিছু, সেটাকেই আন্তর্জাতিকভাবে তুলে ধরাতে বিশ্বাসী।’

সেইলরের এবারের বসন্তের ক্যাম্পেইনের শুটিং হয়েছে যশোরের গদখালীতে
ছবি: সংগৃহীত

দিগন্তজোড়া ফুলগাছের এমন দৃশ্য গদখালী ছাড়া বাংলাদেশের অন্যত্র বিরল। একই স্থানে দেশি-বিদেশি এত রকমের ফুলের গাছ আর কোথাও দেখা যায় না। গোলাপ, গাঁদা, রজনীগন্ধা, সূর্যমুখী, চন্দ্রমল্লিকার মতো দেশির পাশাপাশি, গ্লাডিওলাস, জারবেরা, জিপসির মতো বিদেশি ফুলের গাছেরও দেখা মেলে গদখালীতে। সকাল ছয়টা থেকে আটটা—এই দুই ঘণ্টা গদখালী বাজারে বসে দেশের সবচেয়ে বড় ফুলের বাজার।

যশোরের গদখালিতে গোলাপ বাগানে সেইলরের মডেলরা
ছবি: সংগৃহীত

ফুলচাষিরা সংগ্রহ করা ফুল গরুর গাড়ি, সাইকেল, ভ্যান ও মোটরসাইকেলে নিয়ে হাজির হন ফুল বাজারে। বাহারি ফুলের সমারোহে বর্ণিল রূপে সাজে গদখালীর রাস্তা ও বাজার। সারা দেশ থেকে ফুলের ব্যবসায়ীরা এই বাজার থেকে পাইকারি দামে ফুল সংগ্রহ করেন। তারপর দেশব্যাপী সবার কাছে পৌঁছে দেন ভালোবাসার এই স্মারক।

সেইলর এনেছে বেশ কিছু বসন্ত–পোশাক
ছবি: সংগৃহীত

সেইলরের এবারের বসন্ত কালেকশনে আছে মেয়েদের জন্য থ্রি-পিস, কেপ টপ, কাফতান, কুর্তি, শর্ট টপ। ছেলেদের কালেকশনে আছে ক্যাজুয়াল শার্ট, কুর্তা, পলো, টি-শার্ট, ডাই শার্ট। ছোটদের কালেকশনে মেয়েদের জন্য আছে টি-শার্ট, স্কার্ট টপ, ফ্রক, টপস, প্যান্ট টপ, জাম্প স্যুট। ছোট ছেলেদের জন্য আছে ক্যাজুয়াল শার্ট, কুর্তা, পলো, টি-শার্ট, টুইন টপসহ আরও নানা স্টাইলিশ পোশাক।

সেইলরের বসন্ত–পোশাক
ছবি: সংগৃহীত

বসন্ত কালেকশনে এই ঋতুর তাপমাত্রার কথা মাথায় রেখে ক্রেতাদের জন্য ব্যবহার করা হয়েছে আরামদায়ক শিফন ও কটন ফেব্রিক। মেয়েদের পোশাকে ব্যবহার হয়েছে ‘ফল অ্যান্ড ফ্লেয়ার’ প্যাটার্ন। মাল্টিকালার প্রিন্টের পাশাপাশি ফ্লোরাল প্রিন্টে ওয়াটার প্রিন্ট ইফেক্ট ব্যবহার করা হয়েছে। সেইলরের বসন্ত কালেকশন দেশব্যাপী এর সব আউটলেটে পাওয়া যাচ্ছে।

অঞ্জন’স

বসন্তকে ঘিরে নতুন ডিজাইনের পোশাকের বিশেষ আয়োজন করে অঞ্জন’স। হলুদ, সবুজ, কমলা, বেগুনি, জলপাই, লালসহ বিভিন্ন রঙের শাড়ি, পাঞ্জাবি, সালোয়ার-কামিজ, ফতুয়াসহ বিভিন্ন ধরনের পোশাক দিয়ে সাজানো হয়েছে এবারের বসন্ত আয়োজন। মাথায় রাখা হয়েছে সব বয়সী মানুষের কথা। লিনেন, কটন, সিল্ক ও ভয়েল কাপড়ে ফুলেল ও জ্যামিতিক মোটিফে পোশাকগুলোর ডিজাইন করা হয়েছে।

বসন্তকে ঘিরে প্রতি বছর নতুন ডিজাইনের পোশাকের বিশেষ আয়োজন করে অঞ্জন’স
ছবি: সংগৃহীত
লিনেন, কটন, সিল্ক ও ভয়েল কাপড়ে ফুলেল ও জ্যামিতিক মোটিফে পোশাকগুলোর ডিজাইন করা হয়েছে অঞ্জনসের সংগ্রহে
ছবি: সংগৃহীত

কে ক্র্যাফট

ফাল্গুন-ভ্যালেনটাইনের জন্য বিশেষ কালেকশন নিয়ে এসেছে দেশের অন্যতম প্রধান ফ্যাশন ব্র্যান্ড কে ক্র্যাফট। ফ্লোরাল, জ্যামিতিক, ন্যাচারাল, টেক্সটাইল টেক্সচার ইত্যাদি নানা মোটিফে তৈরি হয়েছে কালেকশনটি। পোশাকের সারিতে রয়েছে শাড়ি, সালোয়ার-কামিজ, লং কুর্তি, রেগুলার কুর্তি, টপস, ফ্রক, টপস-স্কার্ট, রেগুলার ও ফিটেড পাঞ্জাবি, কটি, শার্ট। ফ্যামিলি পোশাকও রয়েছে বরাবরের মতো, অর্থাৎ মা ও মেয়ের কুর্তি, বাবা ও ছেলের জন্য পাঞ্জাবি। এ ছাড়া যুগলদের জন্য বিশেষ পোশাক।

ফাল্গুন-ভ্যালেনটাইনের জন্য বিশেষ কালেকশন নিয়ে এসেছে দেশের অন্যতম প্রধান ফ্যাশন ব্র্যান্ড কে ক্র্যাফট
ছবি: সংগৃহীত

লিনেন, কটন, সিল্ক, হাফসিল্ক, ভয়েল, টু-টোন কাপড়ে তৈরি পোশাকগুলোতে নকশা ফুটিয়ে তুলতে হাতের কাজ, এমব্রয়ডারি, স্ক্রিন ও ব্লক প্রিন্ট, ডিজিটাল প্রিন্ট এবং টাই-ডাইয়ের ব্যবহার হয়েছে। রং হিসেবে বেছে নেওয়া হয়েছে হলুদ, লেমন ইয়েলো, বাসন্তী, কমলা, গাঢ় বেগুনি, ভায়োলেট, কপার, মেরিগোল্ড, মেরুন, জাভা গ্রিন, প্যারট গ্রিন, ম্যাজেন্টাসহ নানান রং।

এসে গেছে কে ক্রাফটের বসন্ত–পোশাক
ছবি: সংগৃহীত