কালো পোশাকপ্রিয় নারীদের সম্পর্কে এই তথ্যগুলো কি জানতেন
রঙের সঙ্গে মানুষের ব্যক্তিত্বের সম্পর্ক নিয়ে আলোচনা বহু পুরোনো। যাঁদের কালো রং প্রিয়, তাঁদের স্বভাব নিয়ে প্রচুর জরিপ আর গবেষণাও হয়েছে। তার আলোকে কালো পোশাকে স্বাচ্ছন্দ্য বোধ করা নারীদের স্বভাব, বৈশিষ্ট্য বা মানসিকতা নিয়ে একটা বিশেষ ফিচার প্রকাশ করেছে লাইফস্টাইল–বিষয়ক ওয়েবসাইট ‘থট ক্যাটাগরি’। কালো জামা, প্যান্টের সঙ্গে কালো জুতা পরাটা কোনো কাকতালীয় ঘটনা নয়। এর সঙ্গে ব্যক্তিত্বের গভীর যোগাযোগ আছে।
১. যে নারীরা কালো পোশাক পরতে ভালোবাসেন, তাঁদের ব্যক্তিজীবন রঙিন ও ঝলমলে।
২. এই নারীরা সাধারণত আকর্ষণীয়, আত্মবিশ্বাসী ও সফল। তাঁরা কঠোর পরিশ্রমী হন। জীবনের যেকোনো ব্যর্থতা, হতাশা শক্তভাবে সামাল দেন এবং সহজে কাটিয়ে ওঠেন।
৩. কালো পোশাকের নারীদের বিষয়ে আপনি সহজে কিছু অনুমান করতে পারবেন না। আপনাকে তাঁদের প্রমাণ করার কিছু নেই। লোক দেখানো সংস্কৃতিতে তাঁরা বিশ্বাস রাখেন না।
৪. কালো পোশাকের নারীরা নিজেরাই নিজেদের জন্য যথেষ্ট। ‘সেলফ-এমপাওয়ারমেন্ট’ তাঁদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আত্মোন্নয়নে সদা আগ্রহী তাঁরা। নিজেকে আরও ক্ষমতাবান করতে তাঁদের ক্লান্তি নেই। কীভাবে নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখবেন, এটা আপনি কালো পোশাকের নারীদের কাছ থেকে শিখে নিতেই পারেন!
৫. ট্রেন্ডের অনুসারী নন তাঁরা। সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যরা কী নিয়ে হুমড়ি খাচ্ছেন, তা এই নারীদের কৌতূহলী করে না।
৬. একজন কালো পোশাকের নারী হয়তো আপনার ভুলটা নিয়ে কথা বলছেন না বা ধরিয়ে দিচ্ছেন না। তবে আপনার ভুল ঠিকই তাঁর নজরে এসেছে। তাঁরা সাধারণত গভীর চিন্তার মানুষ হন। সহজ–সরল জীবনযাপনই তাঁদের একান্ত কাম্য।
৭. তাঁরা অকপট, ঝুঁকি নিতে জানে। আপনি যদি কালো পোশাকের নারীর কাছে কোনো বিষয়ে মতামত চান, তিনি সব পক্ষকে খুশি রাখা বা ‘পলিটিক্যালি কারেক্ট’ হওয়ার কোনো প্রয়োজন বোধ করবেন না। সোজাসাপটা মতামত জানাবেন।
৮. তাঁরা অভিজাত ও নির্ভীক।
৯. তাঁরা ক্ষমা চাইতে অভ্যস্ত নন। অতীতে জীবনে কী হয়েছে, সেসব কিছু তাঁরা মুছতে চান না, নতুন করে লিখতে চান না, সেটা নিয়েই সামনে এগোতে চান।
১০. আপনি যদি তাঁদের পছন্দ না করেন, তাতে তাঁদের কিছু আসে–যায় না। তাঁরা আপনার সমর্থনের তোয়াক্কা করেন না।
১১. তাঁরা দেখতে কেমন, এর চেয়ে গুরুত্বপূর্ণ তাঁরা জীবনে কী করছেন। অন্যের জীবনে উঁকি দেওয়ার স্বভাব বা সময় কোনোটাই তাঁদের নেই। কেননা, সৃজনশীলতা দিয়ে নিজেদের জীবন সাজাতেই তাঁরা ব্যস্ত।
সূত্র: থট ক্যাটাগরি