শোভিতা ও নাগার প্রি–ওয়েডিংয়ের ছবিগুলো দেখেছেন?

বলিউডে আবার বাজছে বিয়ের বাদ্য। এবার পাত্র দক্ষিণ ভারতীয় তারকা নাগা চৈতন্য ও কনে বলিউড তারকা সবিতা ধুলিপালা। চলছে একের পর এক প্রি-ওয়েডিংয়ের বিভিন্ন আয়োজন। ছবি দেখতে দেখতে জেনে নেওয়া যাক বিস্তারিত।

১ / ৯
৪ ডিসেম্বর ভারতের হায়দরাবাদের অন্নপূর্ণা স্টুডিওতে বসবে নাগা-শোভিতার বিয়ের আসর।
ছবি: শোভিতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে
২ / ৯
শোনা যাচ্ছে, এই জুটি ৫০ কোটি রুপিতে বিয়ের ভিডিও বিক্রি করবেন নেটফ্লিক্সের কাছে।
ছবি: শোভিতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে
৩ / ৯
প্রি-ওয়েডিংয়ের সব আয়োজন অনুষ্ঠিত হয়েছে ঘরোরা পরিবেশে, কেবল পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে, দক্ষিণ ভারতীয় রীতিতে।
ছবি: শোভিতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে
৪ / ৯
তেলেগু ভাষায় ‘পেল্লিকুঠুরু’ অর্থ ‘হবু বউ’। এই পেল্লিকুঠুরু আয়োজনে ঐতিহ্যবাদী দক্ষিণ ভারতীয় লাল কাঞ্জিভরম শাড়ি ও গয়নায় দেখা দিয়েছেন শোভিতা।
ছবি: শোভিতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে
৫ / ৯
গায়েহলুদ ও মঙ্গলস্নান অনুষ্ঠিত হয়েছে গত ২৯ নভেম্বর। সেদিন শোভিতাকে দেখা গেছে ব্লাউজ ছাড়া শাড়িতে।
ছবি: শোভিতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে
৬ / ৯
আত্মীয়স্বজনেরা শোভিতার মাথায় পানি ও ফুল ঢেলেছেন পিতলের বালতি থেকে।
ছবি: শোভিতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে
৭ / ৯
৩৮ বছর বয়সী নাগা চৈতন্যের এটি দ্বিতীয় বিয়ে হলেও ৩২ বছর বয়সী শোভিতার প্রথম।
ছবি: শোভিতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে
৮ / ৯
২০১৮ সালে আরেক দক্ষিণ ভারতীয় তারকা সামান্থা রুথ প্রভুর সঙ্গে নাগার বিয়ের পর ২০২১ সালে পাকাপাকিভাবে বিচ্ছেদ হয় এই জুটির।
ছবি: শোভিতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে
৯ / ৯
২০২২ সাল থেকেই নাগা ও শোভিতার সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছিল। গত আগস্টে এই জুটি বাগদান সারেন।
ছবি: শোভিতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে
আরও পড়ুন