বিচ্ছেদের গুজবের মধ্যে বিবাহিত পুরুষদের জন্য কী উপদেশ দিলেন অভিষেক?

কয়েক বছর ধরেই শোনা যাচ্ছে, ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চনের বিচ্ছেদের গুঞ্জনছবি: ইনস্টাগ্রাম থেকে

বলিউডে একটা কথা চালু আছে, ‘তারকা’দের পাওয়া যায় সিনেমা হলে আর ‘অভিনয়শিল্পী’দের ওটিটিতে। সম্প্রতি ফিল্মফেয়ার ওটিটির আয়োজনে দেখা দেন অভিষেক বচ্চন। সেখানে প্রশংসিত হয়েছে ২২ নভেম্বর মুক্তি পাওয়া ‘আই ওয়ান্ট টু টক’ সিনেমায় অভিষেকের অভিনয়।

উপস্থাপক বলেন, ‘অভিষেক, আপনি কীভাবে এত ভালো অভিনয় করেন যে সমালোচকদের মুখ বন্ধ হয়ে যায়?’

উত্তরে অভিষেক বলেন, ‘এটা খুবই সহজ। পরিচালক যা বলে, কেবল তা–ই করি। কাজ শেষ করে বাড়ি ফিরে যাই।’

উপস্থাপক বলেন, ‘আপনি তো একদম আমার স্ত্রীর মতো কথা বললেন। আমার স্ত্রীও বলেন, ঠিকমতো কাজটা করে সোজা বাসায় ফিরে আসবে।’

তখন অভিষেক বলেন, ‘একদম। প্রত্যেক বিবাহিত পুরুষের উচিত স্ত্রীর কথা শোনা।’

আরও পড়ুন

কয়েক বছর ধরেই শোনা যাচ্ছে, ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চনের বিচ্ছেদের গুঞ্জন। দীর্ঘদিন ঐশ্বরিয়া মেয়েকে নিয়ে থাকছেন মায়ের বাসায়। বিশেষ করে অমিতাভ বচ্চনের সম্পদ ভাগাভাগির পর বচ্চন পরিবারের সঙ্গে ঐশ্বরিয়ার বিরোধ আরও প্রকট হয়ে ওঠে।

আম্বানি বাড়ির বিয়েতেও বচ্চন পরিবার ও ঐশ্বরিয়া ঢুকেছেন আলাদা আলাদা। শাশুড়ি জয়া বচ্চন ও শ্বেতা নন্দার সঙ্গে ঐশ্বরিয়ার বিরোধ তো একাধিকবার জনসম্মুখেই চলে এসেছে।

আরও পড়ুন

মাঝখানে ঐশ্বরিয়া ও অভিষেক দুজনই বাগ্‌দানের আংটি ছাড়াই দেখা দিয়েছেন জনসম্মুখে। একমাত্র কন্যা আরাধ্য বচ্চনের জন্মদিনেও শুভেচ্ছা জানাননি বচ্চন পরিবারের কেউ। সম্প্রতি দুবাইয়ে এক অনুষ্ঠানে ঐশ্বরিয়াকে পরিচয় করিয়ে দেওয়া হয় কেবল ‘ঐশ্বরিয়া রাই’ হিসেবে। নাম থেকে ‘বচ্চন’ বাদ দিয়ে দেওয়া হয়।

ঐশ্বরিয়া ও অভিষেকের বিচ্ছেদের গুঞ্জনে ঘি ঢেলেছে অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে অভিষেকের সম্পর্কের খবর। তা সত্য হোক বা মিথ্যা, সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে চর্চা চলছে তো চলছেই।

সূত্র: নিউজ এইটিন

আরও পড়ুন