স্বামীকে নিয়ে এ কথা কেন লিখলেন ভিক্টোরিয়া বেকহ্যাম
ইনস্টাগ্রামে দুটি ছবি প্রকাশ করে ভিক্টোরিয়া বেকহ্যাম লিখেছেন, ‘আমাদের মধ্যে একজন ভীষণ পরিশ্রম করে। আর আরেকজন কষ্ট না করেও দিব্যি সুন্দর স্বাস্থ্য ধরে রেখেছে!’ ইঙ্গিতটা স্বামী ডেভিড বেকহ্যামের প্রতি। কিন্তু কেন তাঁকে নিয়ে এমন কথা লিখেছেন সাবেক ‘স্পাইস গার্ল’ তারকা? ছবি দুটি দেখতে দেখতে জেনে নিন সেই কারণ।
প্রথম ছবিটা ডেভিড বেকহ্যামের একার। দেখে মনে হচ্ছে, জিম করা বাদ দিয়ে শুয়ে শুয়ে ফোন দেখছেন। আসলে অন্য হাতে একটা মেসেজ গান দিয়ে আয়েশি ভঙ্গিতে বুক মেসেজ করছেন। দ্বিতীয় ছবিতে তিনি খানিকটা সক্রিয় হয়েছেন। উঠে দাঁড়িয়েছেন আরকি! আর ভিক্টোরিয়া রীতিমতো কষ্ট করছেন স্টেয়ার ক্লাইম্বারে চড়ে।
সহজ করে বললে, ছবি দুটি দিয়ে স্পাইস গার্ল তারকা বুঝিয়েছেন, তিনি যখন জিমে ঘাম ঝরাচ্ছেন, সাবেক ম্যানইউ তারকা তখন জিমে এসেও যেন আয়েশই করছেন। তবু তাঁর স্বামীর শরীর এখনো ভীষণ সুগঠিত। যেকোনো বয়সের পুরুষের জন্যই অমন স্বাস্থ্যের অধিকারী হওয়াটা আকাঙ্ক্ষিত। আর বেকহ্যামের বয়স হয়ে গেছে ৪৭!
ছবিতে তাঁদের ট্রেইনারকেও ট্যাগ করেছেন ভিক্টোরিয়া। অনেক দিন ধরেই এ দায়িত্ব পালন করছেন ববি রিচ। অনেকটা তাঁদের ঘরের মানুষই যেন হয়ে গেছেন। প্রায়ই তাঁকেসহ ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করেন এই তারকা দম্পতি। একবার তো তাঁদের মেয়ে হার্পার চেয়ারের সঙ্গে ববিকে স্কচটেপ দিয়ে পেঁচিয়ে বেঁধেছিল। তারপর পাশে বসে হাসিমুখে ছবি তুলেছিল। মেয়ের জন্মদিনে সেই ছবিই সামাজিক মাধ্যমে প্রকাশ করেছিলেন ডেভিড ও ভিক্টোরিয়া।
অবশ্য স্বামীকে ইঙ্গিত করে কপট রাগ দেখানো এই পোস্ট দেখে মনে হতে পারে, জিমে ঘাম ঝরানো খুব একটা পছন্দ নয় ভিক্টোরিয়ার। আসলে কিন্তু উল্টো। আগে এক সাক্ষাৎকারে বরং বলেছিলেন, দিনের মধ্যে জিমে কাটানো সময়টাই সবচেয়ে উপভোগ করেন তিনি। কারণ, সেখানে বাচ্চারা ছাড়া কারও আসার অনুমতি নেই। এমনকি রান্নাঘরে থাকলেও দেখা যায় কেউ একজন ল্যাপটপ হাতে এগিয়ে যায়। কিছু দেখে দিতে হবে বা অনুমোদন করে দিতে হবে। কিংবা কিছুতে স্বাক্ষর করতে হবে। একমাত্র জিমে কাটানো সময়টায় থাকেন এসব থেকে মুক্ত।
২৩ বছর হলো একসঙ্গে সংসার করছেন তাঁরা। বিয়ে করেছিলেন ১৯৯৯ সালের ৪ জুলাই। ঘর আলোকিত করে আছে চার সন্তান। তিন ছেলে ব্রুকলিন, রোমিও ও ক্রুজ আর এক মেয়ে হার্পার।
তথ্যসূত্র: দ্য পিপল, হ্যালো!