প্রাক্তনের সঙ্গে যোগাযোগ রাখা কি বুদ্ধিমানের কাজ
কিছু প্রেম পূর্ণতা পায় না। প্রাক্তন হয়ে হৃদয় শূন্য করে হারিয়ে যান কেউ কেউ। তবে সবাই একেবারে হারিয়ে যান না। প্রাক্তন হয়ে যাওয়ার পরও নিয়মিত যোগাযোগ রক্ষা করেন অনেকে। নতুন সম্পর্কে পা দিয়েও প্রাক্তনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা ঠিক কি? নিয়মিত যোগাযোগ রক্ষা করা কি বর্তমান সম্পর্কে প্রভাব ফেলতে পারে?
যে মানুষটার সঙ্গে একসময় মন দেওয়া–নেওয়া হয়েছে, আজ তিনি যতই দূরে চলে যান না কেন, মনের অগোচরে তাঁর প্রতি একটা টান থাকেই। ফলে বিচ্ছেদের পরও নিয়মিত যোগাযোগ রক্ষা করা হলে সে টান কিছুটা হলেও জোরালো হতে বাধ্য। তবে আপনি পুরোনো সম্পর্ক থেকে ‘মুভ অন’ করে নতুন সম্পর্কে জড়িয়ে পড়লে তাতে ‘কিন্তু’ আছে, সমস্যা বেড়ে যাওয়ার আশঙ্কা অনেক!
প্রাক্তনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার প্রভাব বর্তমান সম্পর্কে পড়বেই। ভেবে দেখুন তো, যদি আপনি একদিন জানতে পারেন, আপনার পছন্দের মানুষটি, যাঁকে নিয়ে আপনি ভবিষ্যতের স্বপ্ন দেখছেন, তিনি তাঁর প্রাক্তনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। এমন কথা শোনার পর আপনার কেমন লাগবে? নিজের প্রিয় মানুষকে নিয়ে ভয়, শঙ্কা, ঈর্ষা কাজ করবে না? আপনার বর্তমানের ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক একই রকম।
প্রাক্তনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করার বিষয়টি ভালো চোখে দেখবেন না অনেকেই। বিশেষ করে আপনার বর্তমান তো নয়ই। যে মানুষটার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে, তাঁর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা মানেই সম্পর্কে অবধারিতভাবে তৃতীয় ব্যক্তির আগমন। সম্পর্কে তৃতীয় ব্যক্তির আগমন কখনোই ভালো কিছুর আভাস দেয় না; বরং প্রাক্তনকে নিয়েই শুরু হবে মনোমালিন্য। সম্পর্কে তৈরি হবে অনিশ্চয়তা, আপনার বিশ্বস্ততা নিয়েও উঠতে পারে প্রশ্ন। নিয়মিত কথা–কাটাকাটি, দ্বন্দ্ব থেকে বাঁচতে তখন একটা পথই খোলা থাকবে, দুজনের মধ্যে যেকোনো একজনকে বেছে নেওয়া। আর সেখান থেকে পদে পদে শুধু সমস্যা বাড়তেই থাকবে।
নিয়মিত যোগাযোগ রাখা মানেই প্রাক্তনের পুরোনো স্মৃতি মনে আরও গভীর হয়ে গেঁথে থাকা। তাঁর সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলো নিয়মিতই নাড়া দেবে মনে। পুরোনো স্মৃতি করে তুলবে ‘নস্টালজিক’। আর সেই স্মৃতি রোমান্থন থেকেই শুরু হবে তুলনা। মনের অজান্তেই শুরু করবেন অতীত ও বর্তমান সম্পর্কের ভালোমন্দ বিবেচনা। ‘প্রাক্তন তো এভাবে কথা বলত না, প্রাক্তন তো আমার কথা বুঝতে পারত’–জাতীয় চিন্তা ঘুরপাক খেতে থাকবে মাথায়। মনে হতে থাকবে, ‘হয়তো আগের সম্পর্কেই ভালো ছিলাম।’ প্রত্যেকটি মানুষ একে অপরের চেয়ে আলাদা। তাঁদের আবেগ–অনুভূতি ব্যক্ত করার পদ্ধতিও আলাদা। আগের সম্পর্কের সঙ্গে তুলনা করে সান্ত্বনা তো পাবেনই না, উল্টো কষ্ট বাড়বে।
আর প্রাক্তন যদি মুভ অন করে নতুন সম্পর্কে জড়িয়ে পড়েন? তাহলে প্রাক্তনের সুখী ছবি দেখে মনের কষ্টটা শুধু বাড়বেই। আপনাদের এই নিয়মিত যোগাযোগ তখন শুধু আপনার সম্পর্কে নয়, অন্তরায় হয়ে দাঁড়াবে প্রাক্তনের সম্পর্কেও।
সূত্র: রিডার্স ডাইজেস্ট