আনারস-লেবুর শরবতের রেসিপি
ঈদের এই ছুটির আমেজে বাড়িতে মেহমান আসবে। পরিবেশন করতে পারেন আনারস–লেবুর শরবত। রেসিপি দিয়েছেন শাহানা পারভীন
উপকরণ: আনারসকুচি ১ কাপ, লেবুর রস ২ টেবিল চামচ, চিনি আধা কাপ, পানি ২ গ্লাস ও পুদিনাপাতা ৪-৫টি।
প্রণালি: পুদিনাপাতা ছাড়া অন্য সব উপকরণ ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। ছেঁকে পুদিনাপাতা দিয়ে পরিবেশন করুন।