৩টি উপকরণে তৈরি করুন এই ঝটপট জুস

বাইরে গরম। এই সময়ে বাড়ির লোকজনের জন্য হোক কিংবা অতিথি আপ্যায়নে, ঠান্ডা ফলের জুস বা স্মুদির তুলনা হয় না। ঝটপট বানিয়ে নিতে পারেন এই জুসটি। রেসিপি দিয়েছেন অসিত কর্মকার

অরেঞ্জ রিফ্রেশার

উপকরণ: কমলা ২টি, মধু ২ চা-চামচ, পানি ১ কাপ।

অরেঞ্জ রিফ্রেশার
ছবি: সুমন ইউসুফ

প্রণালি: কমলা খোসা ছাড়িয়ে নিন। এবার সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে ছেঁকে নিন। গ্লাসে ঢেলে পরিবেশন করুন।

আরও পড়ুন