ঘুরে আসতে পারেন জমজমাট সাহরির এই আয়োজন থেকে

রমজান মাসে রাতের বেলায় রেস্তোরাঁয় গিয়ে সাহরি খাওয়ার ব্যাপারটা গত কয়েক বছর হলো বেশ দেখা যাচ্ছে। এটা এখন এক নাগরিক অনুষঙ্গেই পরিণত হয়েছে। সাহরির এই আয়োজনে শুধু খাবারদাবার নয়, থাকে আরও নানা কিছু। ছবিতে দেখুন ‘সেহরি আন্ডার দ্য স্টারস’ শিরোনামে গুলশান লিংক রোডের আড়ংয়ের সাহরি আয়োজনের কিছু মুহূর্ত। এই আয়োজন শেষ হবে ২৮ মার্চ। ছবি তুলেছেন সুমন ইউসুফ

১ / ৮
‘সাহরি আন্ডার দ্য স্টারস’–এর আলোকসজ্জিত প্রবেশমুখ।
ছবি: সুমন ইউসুফ
২ / ৮
আড্ডা–গল্পে মশগুল সবাই
ছবি: সুমন ইউসুফ
৩ / ৮
স্কেচে সেল্ফ প্রোট্রের্ট করা হচ্ছে আগত অতিথিদের
ছবি: সুমন ইউসুফ
৪ / ৮
স্টলে স্টলে আছে নানা রকম দেশজ পণ্য
ছবি: সুমন ইউসুফ
৫ / ৮
শিশুরা মনের আনন্দে বিভিন্ন সামগ্রীতে রং করছে
ছবি: সুমন ইউসুফ
৬ / ৮
জলাধারের পাশে মাটিতে বসে সাহরি খাওয়ার মনোরম পরিবেশ
ছবি: সুমন ইউসুফ
৭ / ৮
চটপটি ও ফুচকার স্টলে অতিথিদের অপেক্ষমাণ সারি
ছবি: সুমন ইউসুফ
৮ / ৮
দৃষ্টিনন্দন আলোকসজ্জা
ছবি: সুমন ইউসুফ
আরও পড়ুন