দই শজনের রেসিপি

শজনেকে বলা হয় পুষ্টির ডিনামাইট। তাই রান্না করে দেখা যেতে পারে শজনের নানা পদ। পরিচিত পদের বাইরে অপরিচিত পদটির সন্ধান দিয়েছেন জেবুন্নেসা বেগম

দই শজনেছবি: প্রথম আলো

উপকরণ

শজনে ৫০০ গ্রাম, পেঁয়াজবাটা ১ চা-চামচ, রসুনবাটা আধা চা-চামচ, আদাবাটা আধা চা-চামচ, তেজপাতা ১টি, কাঁচা মরিচবাটা আধা চা-চামচ, লবণ স্বাদমতো, হলুদগুঁড়া আধা চা-চামচ

আরও পড়ুন

প্রণালি

শজনে ডাঁটার আঁশ ফেলে ৩ ইঞ্চি লম্বা করে টুকরা করে নিন। তেলে তেজপাতা ভেজে পেঁয়াজবাটা, রসুনবাটা, আদাবাটা, হলুদগুঁড়া ও লবণ দিয়ে কষিয়ে শজনে ঢালুন। ভালোভাবে নেড়ে টক দই দিন। অল্প পানি দিয়ে ঢেকে দিন।

আরও পড়ুন