চট্টগ্রামের ফুলোটি বানাবেন যেভাবে

ফুলোটি চট্টগ্রামের খাবার হিসেবে বেশ জনপ্রিয়। রেসিপি দিয়েছেন চট্টগ্রামের রেসিপিবিদ জোবাইদা আশরাফ।

চিংড়ির ফুলোটি

উপকরণ

মসুর ডাল আধা কাপ, ডিম ১টি, ছোট চিংড়ি আধা কেজি, পেঁয়াজকুচি আধা কাপ, আদা ২ ইঞ্চি, রসুন ২টি, কাঁচা মরিচ ৭-৮টি, ধনেগুঁড়া ২ চা-চামচ, জিরাগুঁড়া ২ চা-চামচ, গরম মসলাগুঁড়া ২ চা-চামচ, ধনেপাতা দুই মুঠ, লবণ পরিমাণমতো, তেল ভাজার জন্য।

চিংড়ির ফুলোটি
ছবি: জুয়েল শীল

প্রণালি

মসুর ডাল কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। এরপর ধুয়ে নিতে হবে। ডিম ছাড়া বাকি সব উপকরণ শিলপাটায় পিষে নিন। মেশানো উপকরণের সঙ্গে ডিম আর লবণ দিয়ে মেখে নিন। বড়ার মতো ডুবোতেলে ভেজে নিতে হবে। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

আরও পড়ুন

ফুলোটির ভর্তা

উপকরণ

বেসনের ফুলোটি ২৫০ গ্রাম, পেঁয়াজকুচি আধা কাপ, কাঁচা মরিচের কুচি প্রয়োজনমতো, টমেটোকুচি ২-৩টি, ধনেপাতার কুচি দুই মুঠ, শর্ষের তেল ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, বালাচাও ২-৩ টেবিল চামচ, লেবুর রস ১-২ টুকরা।

ফুলোটির ভর্তা
ছবি: জুয়েল শীল

প্রণালি

ফুলোটিগুলো সাবধানে ধুয়ে নিতে হবে, যেন পানি বেশি চুষে না নেয়। তারপর হাত দিয়ে আধভাঙা করে ভেঙে নিন। পেঁয়াজ, কাঁচা মরিচ, টমেটো, ধনেপাতা, তেল ও লবণ দিয়ে কচলে মেখে নিতে হবে। এরপর বালাচাও এবং আধা ভাঙা ফুলোটি দিয়ে দিন। আলতো হাতে মেখে নিতে হবে। এই ভর্তায় লেবুর রস দেওয়া যায়। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

আরও পড়ুন