সাবেক প্রেমিকা তারা সুতারিয়ার বেস্টফ্রেন্ডকে কেন বিয়ে করলেন আদর জৈন
১ / ১৩
রিমা কাপুর ও মনোজ জৈনের পুত্র আদর জৈন। আদর সম্পর্কে রাজ কাপুরের নাতি আর কারিনা কাপুর, রণবীর কাপুরদের ফুফাতো ভাইছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ১৩
৩০ বছর বয়সী আদর বলিউডের দুটি সিনেমায় অভিনয় করলেও সফলতার দেখা পাননি। মডেল হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেননিছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ১৩
২০২০ থেকে ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত আরেক বলিউড তারকা তারা সুতারিয়ার সঙ্গে ‘ওপেন রিলেশনশিপ’-এ ছিলেন আদর জৈন। অনেকে তারাকে বলিউডের বিখ্যাত কাপুর পরিবারের পুত্রবধূ হিসেবেই ডাকা শুরু করেছিল। ২০২৩ সালেই তারা সুতারিয়ার মাধ্যমেই আলেখা আদভানির সঙ্গে পরিচয় আদরের। আলেখা ছিলেন তারা আর আদরের সম্পর্কে ‘থার্ড হুইল’ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ১৩
২০২৩ সালের সেপ্টেম্বরে তারা সুতারিয়া ও আদর জৈনের ব্রেকআপ হয়। এর আগে থেকেই আদর ও আলেখার সম্পর্কের কথা শোনা যাচ্ছিলছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ১৩
বাবা নামকরা ব্যবসায়ী হ্যারি আদভানি ও নিনজ আদভানির একমাত্র কন্যা আলেখা আদভানি। ৩২ বছর বয়সী আলেখা পেশায় উদ্যোক্তা ও মডেলছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ১৩
সম্পর্কের মাত্র এক বছরের মাথায় ২০২৪ সালের ১ সেপ্টেম্বর আলেখাকে সমুদ্রপাড়ে হাঁটু গেড়ে বিয়ের প্রস্তাব দেন আদরছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ১৩
২০২৫ সালের ফেব্রুয়ারি মাসজুড়ে চলেছে তাঁদের প্রি-ওয়েডিংয়ের আয়োজনছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ১৩
অনেকে বলেন, কাপুর পরিবার তারা সুতারিয়াকে আদর জৈনের প্রেমিকা হিসেবে মেনে নেয়নি। কেননা তারা সুতারিয়া সাধারণ উচ্চমধ্যবিত্ত পরিবার থেকে এসেছেন। যার সঙ্গে বলিউডের দূরদূরান্তের কোনো সম্পর্ক নেইছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ১৩
অন্যদিকে আলেখা আদভানির পরিবার ভারতের প্রথম সারির সম্ভ্রান্ত ব্যবসায়ী পরিবারের একটি। পুত্রবধূ করার ক্ষেত্রে কাপুর পরিবারের কাছে পারিবারিক ঐতিহ্য গুরুত্বপূর্ণ। আর এ কারণেই তাঁরা তারাকে মেনে না নিলেও আলেখাকে সাদরে বরণ করে নিয়েছেনছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ১৩
নিন্দুকেরা আবার এ-ও বলেন, ‘সুপারফ্লপ’ অভিনেতা আদর জৈন ও তাঁর পরিবারের কাছে আলেখাদের ‘অর্থনৈতিক স্ট্যাটাস’ গুরুত্বপূর্ণছবি: ইনস্টাগ্রাম থেকে
১১ / ১৩
১৮ ফেব্রুয়ারি গায়েহলুদে আদর জৈন তাঁর জীবনসঙ্গীর উদ্দেশে বলেন যে তিনি ভাগ্যবান। কেননা, তিনি পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারীকে বিয়ে করছেন। আলেখাকে খুঁজে পাওয়া তাঁর জীবনের সেরা অর্জন। এই সময় আদর আরও জানান, আগের সম্পর্কগুলো ছিল কেবলই ‘টাইম পাস’। এ কথায় ভীষণ খেপেছেন তারা সুতারিয়ার ভক্ত ও নেটিজেনরাছবি: ইনস্টাগ্রাম থেকে
১২ / ১৩
সে যা-ই হোক, মহা ধুমধামে বলিউডের এক ঝাঁক প্রথম সারির তারকার উপস্থিতিতে ২১ ফেব্রুয়ারি বিয়ের আনুষ্ঠানিকতা সারেন এই জুটিছবি: ইনস্টাগ্রাম থেকে
১৩ / ১৩
সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা, সমালোচনার জন্ম দিয়েছে আদর ও আলেখার বিয়ে।ছবি: ইনস্টাগ্রাম থেকে