যে ৭টি কারণে স্নেক প্ল্যান্ট রাখতে পারেন আপনার ঘর কিংবা বাগানে

বাগানে সবচেয়ে কম যত্নে যেসব গাছ দিব্যি বেঁচে থাকে, তার মধ্যে স্নেক প্ল্যান্ট থাকবে প্রথম সারিতে। সার, কীটনাশক প্রয়োগের বাড়তি ঝামেলা নেই, শুধু মাঝেমধ্যে গাছটির ‘তেষ্টা’ মেটাতে পানি দিলেই হলো। বাগানের উজ্জ্বল আলো থেকে শুরু করে ঘরের মৃদু আলো, বাগানের মাটি থেকে টব—এমনকি শুধু পানিতেও পালতে পারেন স্নেক প্ল্যান্ট। জেনে রাখুন, যে সাতটি কারণে স্নেক প্ল্যান্টকে আপনার ঘর কিংবা বাগানে রাখতে পারেন।

সবচেয়ে কম যত্নে যেসব গাছ দিব্যি বেঁচে থাকে, তার মধ্যে স্নেক প্ল্যান্ট থাকবে প্রথম সারিতেছবি: পেক্সেলস

১. ঘরের বাতাস বিশুদ্ধ করতে সাহায্য করে

স্নেক প্ল্যান্টের সবচেয়ে ভালো দিক হলো, এটি বাতাস নির্মল করে। বাতাসে মিশে থাকা ক্ষতিকর ফরমালডিহাইড, বেনজিন ও কার্বন ডাই–অক্সাইডকে দূরে রেখে ঘরে বিশুদ্ধ বাতাসের উপস্থিতি নিশ্চিত করে।

২. সবচেয়ে কম রক্ষণাবেক্ষণের গাছ

আপনি যদি এমন কেউ হন, যিনি শখ করে আনা গাছ বাঁচিয়ে রাখতে হিমশিম খান; নিয়মিত পানি দেওয়ার কিংবা সময়ে সময়ে রোদে দিতে ভুলে যান, তাহলে স্নেক প্ল্যান্ট আপনার জন্য জুতসই। এই গাছ অল্প যত্নেই বাঁচে। অন্য গাছের মতো ঘন ঘন পানি দেওয়ার প্রয়োজন পড়ে না। এমনকি শীতেও গাছটি বেড়ে ওঠে স্বাভাবিকভাবে।

আরও পড়ুন

৩. মন রাখে প্রফুল্ল

চারপাশে যেকোনো গাছ থাকলেই তো মন ভালো হয়ে যায়। স্নেক প্ল্যান্টের সবুজও আপনাকে ভালো লাগার অনুভূতি দেবে, কমবে মানসিক চাপ। স্নেক প্ল্যান্ট রোপণ থেকে শুরু করে যত্ন নেওয়ার পুরো প্রক্রিয়াই আপনাকে মানসিকভাবে শান্ত–স্বাভাবিক থাকতে সাহায্য করবে।

টবের অল্প ধারণক্ষমতার মাটিতেও ভালোই বেড়ে উঠতে পারে স্নেক প্ল্যান্ট
ছবি: পেক্সেলস

৪. ছোট জায়গায়ই যথেষ্ট

যাঁদের খুব বড় পরিসরে বাগান করার সুযোগ নেই, তাঁরাও স্নেক প্ল্যান্ট বেছে নিতে পারেন নিশ্চিন্তে। টবের অল্প ধারণক্ষমতার মাটিতেও ভালোই বেড়ে উঠতে পারে গাছটি।

স্নেক প্ল্যান্টের পাতার কিনারায় উজ্জ্বল হলুদ রং এর সৌন্দর্য বাড়িয়ে তোলে বহু গুণে
ছবি: পেক্সেলস

৫. দেখতে সুন্দর

স্নেক প্ল্যান্টের সবুজ, মসৃণ, লম্বা পাতা ঘরে আনে আধুনিকতা। সাপের মতোই পেঁচিয়ে ওঠা একেকটি মসৃণ গাঢ় ও হালকা সবুজের মিশেল পাতা যেন চিত্রকর্ম। কোনো প্রজাতি ছোট, কোনো প্রজাতি লম্বাটে, কোনো প্রজাতির আবার সবুজ রঙের বাইরে পাতার কিনারায় উজ্জ্বল হলুদ রং এর সৌন্দর্য বাড়িয়ে তোলে বহু গুণে।

আরও পড়ুন

৬. শুধু পানিতেও হয়

সর্বাধিক পরিচিত পথোস বা মানিপ্ল্যান্টের মতো স্নেক প্ল্যান্টও মাটি ছাড়া শুধু পানিতেই বেড়ে উঠতে পারে। শর্ত শুধু এই, সপ্তাহে অন্তত এক দিন পুরোনো পানি বদলে নতুন পানি দিতে হবে।

স্নেক প্ল্যান্টের কেবল পাতা কেটে মাটিতে পুঁতে দিলেও নতুন চারা গজায়
ছবি: পেক্সেলস

৭. সহজেই বংশবিস্তার

মাটি বা টব—যেখানেই রোপণ করুন, আপনার যত্ন–আত্তিতে কদিনের মধ্যেই দেখতে পাবেন মূল মাতৃগাছের চারপাশের মাটি ফুঁড়ে ছোট ছোট চারা জন্মাচ্ছে। ছোট্ট এই চারা তুলে নিয়ে নতুন জায়গায় রোপণ করতে পারেন। আবার কেবল পাতা কেটে মাটিতে পুঁতে দিলেও তা থেকে গজিয়ে ওঠা নতুন চারার দেখা পাবেন একসময়। এতে অবশ্য একটু সময় বেশি লাগবে, তাতে কী! পাতা থেকেই চারা করে নেওয়ার আনন্দটাও ধরা দেবে তখন আপনার কাছে।

আরও পড়ুন