ছবিতে প্রথমে কী দেখতে পাচ্ছেন? জেনে নিন আপনি মানুষ হিসেবে কেমন
‘অপটিক্যাল ইলিউশন পারসোনালিটি টেস্ট’ একধরনের মনস্তাত্ত্বিক পরীক্ষা। এর মাধ্যমে আপনার ব্যক্তিত্বের অনেক অজানা দিক সম্পর্কে ধারণা করা যায়। যেমন নিচের ছবিটিতে আপনি প্রথমে কী দেখতে পাচ্ছেন? মুখোমুখি দুটি মানুষ, নাকি গাছ? কোনটি সবার আগে আপনার নজরে পড়েছে? এ প্রশ্নের উত্তরের ভেতর লুকিয়ে আছে, আপনি মানুষ হিসেবে আবেগকে প্রাধান্য দেন, নাকি যুক্তিকে। তবে এ পরীক্ষাকে সিরিয়াসলি না নিয়ে বরং মজা হিসেবেই দেখুন।
প্রায়ই আবেগ আর যুক্তি মুখোমুখি থাকে। বন্ধু, সহকর্মী বা দম্পতিদের কেউ একজন হয়তো কোনো একটা বিষয়কে আবেগ দিয়ে ভাবছেন, অন্যজন দেখছেন যুক্তি দিয়ে। ফলে তাঁরা কেউ একমত হতে পারছেন না। তর্ক, কথা–কাটাকাটি চলছে। এমন সব মুহূর্তে কে ভুল আর কে সঠিক, নির্ধারণ করা মুশকিল। কেননা সব সময় যে যুক্তি সঠিক, তা নয়। আবার অনেকের কাছে আবেগই যুক্তি। আবেগের চেয়ে বড় যুক্তি আর নেই! চলুন জেনে নেওয়া যাক, আপনি মানুষ হিসেবে কেমন, আবেগনির্ভর, নাকি যুক্তিনির্ভর। কোনটি দ্বারা আপনি বেশি প্রভাবিত হন?
১. আপনি যদি আগে গাছ দেখেন
এর মানে আপনি যা দেখেন, ডিটেইলে বা পুঙ্খানুপুঙ্খভাবে দেখেন। কোনো কিছুই আপনার নজর এড়ায় না। আপনার কাছে মানুষের আবেগ, আবেগগত অবস্থা গুরুত্ব পায়। আপনি মানুষ হিসেবে সহানুভূতিশীল।
২. আপনি যদি আগে দুটি মানুষ দেখেন
এর মানে আপনি মানুষ হিসেবে বাস্তববাদী, যুক্তিনির্ভর। মানুষের আবেগগত অবস্থার চেয়ে ওই আবেগগত অবস্থার কারণ আপনার কাছে বেশি গুরুত্ব পায়।
অপটিক্যাল ইলিউশন পরীক্ষার মাধ্যমে বেশির ভাগ ক্ষেত্রে মানুষের ব্যক্তিত্ব সম্পর্কে সাধারণ ধারণা পাওয়া গেলেও সবার ক্ষেত্রে তা একইভাবে প্রযোজ্য নয়।
সূত্র: ব্রাইট সাইডের ইউটিউব চ্যানেল