এক ছবিতে পুরো সময়টা তুলে এনেছেন ব্র্যাকের শিক্ষার্থীরা

ব্র্যাকের মূল ফটকের পাশেই এই ছবি চোখে পড়বে
ছবি: মেসবাহ উদ্দিন আহমেদ

ব্র্যাক ইউনিভার্সিটির মূল ফটকের পাশেই চোখে পড়বে একটি রঙিন ছবি। মূলত ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে’ ঘটে যাওয়া উল্লেখযোগ্য চিত্রগুলোই এখানে উঠে এসেছে।

আবু সাঈদের বুক পেতে দাঁড়ানোর ছবি, মুগ্ধের বলা ‘পানি লাগবে?’ , হাজারো শিক্ষার্থীর স্লোগান ‘আমার ক্যাম্পাসে রক্ত কেন?’, ‘এক দফা এক দাবি’; মৃত সন্তানকে সামনে রেখে ঊর্ধ্বতন কর্মকর্তাকে পুলিশ সদস্যের প্রশ্ন—‘একজনকে মারতে কতগুলো গুলি লাগে, স্যার?’, ‘ঠক ঠক! বাসায় ছাত্র আছে?’; কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর বিখ্যাত উক্তি ‘Patria o Muerte’ (মাতৃভূমি অথবা মৃত্যু), বিপ্লবী গানের লাইনসহ অনেক স্লোগান জায়গা পেয়েছে এখানে।

ব্র্যাক ইউনিভার্সিটির কয়েকজন শিক্ষার্থী মিলে পুরো ছবিটা এঁকেছেন। কথা হলো মূল পরিকল্পনাকারী মেসবাহ উদ্দিন আহমেদের সঙ্গে। তিনি বলেন, ‘আমি প্রথমে ম্যুরাল করার সিদ্ধান্ত নিয়ে জায়গাটা বেছে নিয়েছিলাম। এ বিষয়ে আগেও কাজ করেছে, এ রকম এক বান্ধবীকে সঙ্গে নিয়েছি। এরপর আরও কয়েকজনের সঙ্গে আলোচনা করে, টাকাপয়সার বন্দোবস্ত করে কাজটা শেষ করি।’

এই শিক্ষার্থীরা মিলেই রাঙিয়েছেন দেয়াল
ছবি: সংগৃহীত

ছবিতে কী কী স্থান পাবে, সেটা কীভাবে ঠিক হলো? ব্র্যাকের আরেক শিক্ষার্থী ইবতিদা ইদ্রিস বলেন, ‘সবাই মিলেই ঠিক করেছি। কোনো নেতিবাচক স্লোগান যেন না থাকে, সেটি খেয়াল রেখেছি। বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ছাত্রদের অর্জন এবং আন্দোলনের মূলমন্ত্রকে।’ তাৎক্ষণিক সিদ্ধান্তে তৈরি করা এই গ্রাফিতি ইতিমধ্যে শিক্ষার্থী ও এলাকার মানুষের মধ্যে বেশ আলোড়ন ফেলেছে, এমনটাই বললেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন