সন্তান জন্মদানের খবর জানালেন ইলন মাস্কের ভারতীয় বংশোদ্ভূত বান্ধবী

দুই সন্তানসহ বান্ধবী শিভন জিলিসের সঙ্গে ইলন মাস্কছবি: সংগৃহীত

আলোচনা-সমালোচনা বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের পিছু ছাড়ছে না। ট্রাম্প প্রশাসনের নানা সিদ্ধান্তে প্রভাব রেখে যেমন আলোচনার জন্ম দিচ্ছেন, তেমনি তাঁর ব্যক্তিগত জীবনের একের পর এক ঘটনাও তুমুল আলোচিত। এর মধ্যে আবার তাঁর বাবা হওয়ার সংবাদ নিয়েই আলোচনা বেশি। গত দুই সপ্তাহের ব্যবধানে ইলন মাস্কের দুবার বাবা হওয়ার খবর এল গণমাধ্যমে।

গত ১৫ ফেব্রুয়ারি ৩১ বছর বয়সী মার্কিন লেখক ও সামাজিক যোগাযোগমাধ্যমের ইনফ্লুয়েন্সার অ্যাশলে সেন্ট ক্লেয়ার দাবি করেন, পাঁচ মাস আগে তিনি মা হয়েছেন এবং তাঁর সন্তানের বাবা ইলন মাস্ক। সেই খবরের রেশ কাটতে না কাটতেই ইলনের আরেক প্রেমিকা শিভন জিলিস এক্সে এক পোস্টে জানান, তিনি চতুর্থবারের মতো ইলনের সন্তানের মা হয়েছেন।

আরও পড়ুন
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ইলন মাস্কের সৌজন্য সাক্ষাতের সময় সন্তানসহ উপস্থিত ছিলেন শিভন
ছবি: সংগৃহীত

শিভন লিখেছেন, ‘ইলনের সঙ্গে পরামর্শ করে (আমাদের তৃতীয় কন্যাসন্তান) আর্কাডিয়ার প্রথম জন্মদিনে আমরা অনুভব করলাম, আজ আমাদের অপূর্ব, বিস্ময়কর চতুর্থ সন্তান শেল্ডন লিকারগাসের জন্মের সুখবরটা বিশ্ববাসীর সঙ্গে ভাগ করে নেওয়াই যায়। ও একটা সোনার হৃদয় নিয়ে জন্মেছে। আমরা ওকে খুব ভালোবাসি।’

এই পোস্টের সঙ্গে ইলন, শিভন, কন্যা আর্কাডিয়া ও পুত্র শেল্ডেনের একটি ছবিও ছড়িয়ে পড়েছে। ছবিতে দেখা যাচ্ছে, সবার চোখে রোদচশমা। ধারণা করা হচ্ছে, শেল্ডনের বয়স ২–৩ মাস।

ইলনের ভারতীয় বংশোদ্ভূত বান্ধবী শিভন জিলিস ২০২১ সালে এই ধনকুবেরের যমজ সন্তান আজুরে ও স্ট্রাইডারের জন্ম দেন। কেবল ব্যক্তিগত জীবনেই নয়, ইলনের পেশাগত জীবনেও শিভনের ভূমিকা গুরুত্বপূর্ণ। শিভন টেসলার সাবেক পরিচালক। এখন তিনি নিউরালিংকের ডিরেক্টর অব অপারেশনস অ্যান্ড স্পেশাল প্রজেক্ট পদে দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন
শিভন জিলিস
ছবি: সংগৃহীত

শিভনকে নিয়ে একাধিক রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানেও উপস্থিত হয়েছেন ইলন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ‘দ্য প্রেসিডেন্টস গেস্টহাউস’ ব্লেয়ার হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার সময় সঙ্গী হয়েছিলেন শিভন। আবার ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর গালা পার্টিতেও ইলনের পাশে দেখা গেছে শিভনকে। উল্লেখ্য, শিভনের সঙ্গে সম্পর্ককে ইলন কোনো আনুষ্ঠানিক বা আইনত স্বীকৃতি না দিলেও বিভিন্ন গণমাধ্যমে শিভনকে ডাকা হয়েছে ইলনের ‘অলমোস্ট ওয়াইফ’।

এর আগে দুই নারীকে তিনবার বিয়ে করেছেন ইলন। কানাডীয় লেখিকা জাস্টিন মাস্ক ইলনের প্রথম স্ত্রী। তিনি ইলনের ছয় সন্তানের মা। জাস্টিনকে ২০০০ সালে বিয়ে করেন। ২০০৮ সালে এই জুটির বিচ্ছেদ হয়ে যায়। এদিকে ব্রিটিশ অভিনেত্রী টালুলাহ রাইলিকে বিয়ে করেন ২০১০ সালে। তখন টালুলাহর বয়স ছিল মাত্র ২৪, আর ইলনের ৩৯। ২০১২ সালে বিচ্ছেদ হয় এই জুটির। টালুলাহকেই আবার ২০১৩ সালে বিয়ে করেন ইলন। ২০১৬ সালে আবার তাঁদের বিচ্ছেদ হয়। এই জুটির কোনো সন্তান নেই।

এ ছাড়া পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে ৫৩ বছর বয়সী ইলন মাস্কের প্রেমিকা। ইলনের ১৩ সন্তানের মা তিন নারী। আর ইনফ্লুয়েন্সার অ্যাশলে সেন্ট ক্লেয়ারের দাবি যদি সত্যি হয়, তাহলে ইলনের ১৪ সন্তানের মা ৪ জন।

সূত্র: পিপল

আরও পড়ুন