দুর্দান্ত এসব শিল্পকর্ম দিয়ে কী করেন এই শিল্পী

মনের তাগিদে শিল্প সৃজন করেন একজন শিল্পী। এর খাঁটি উদাহরণ ওয়েলসের শিল্পী জন ফোরম্যান। মনের খেয়ালে প্রাকৃতিক নানান উপাকরণে তৈরি করেন শিল্পকর্ম। এসব শিল্পকর্ম প্রকৃতিতেই থাকে, প্রকৃতিতেই মিশে যায়। জন পৃথিবীকে অল্প কিছুক্ষণের জন্য হলেও আরেকটু সুন্দর করে সাজাতে চান। আর এটাই তাঁর জীবনের একমাত্র লক্ষ্য। ছবি দেখতে দেখতে জেনে নিন বিস্তারিত।

১ / ২১
জন ফোরম্যান সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণ জনপ্রিয়। ইনস্টাগ্রামে তাঁর অনুসারী প্রায় সাড়ে ৭ লাখ। ফেসবুকে ৩ লাখ ৬৪ হাজার
ছবি: ’স্কালপট দ্য ওয়ার্লড’ ইনস্টাগ্রাম পেজ থেকে
২ / ২১
সাগরকে ক্যানভাস বানিয়ে বালুর ওপর পাথর দিয়ে এই শিল্পকর্ম তৈরিতে তাঁর সময় লেগেছে ২ দিন
ছবি: ’স্কালপট দ্য ওয়ার্লড’ ইনস্টাগ্রাম পেজ থেকে
৩ / ২১
শরতের ঝরা রঙিন পাতায় আছে এই শিল্পকর্ম। এটি তৈরিতে জন ফোরম্যানকে সঙ্গ দিয়েছেন তাঁর বান্ধবী, আরেক শিল্পী ও আলোকচিত্রী লায়লা
ছবি: ’স্কালপট দ্য ওয়ার্লড’ ইনস্টাগ্রাম পেজ থেকে
৪ / ২১
কাঠ ও কাদা দিয়ে বানানো হয়েছে এই শিল্পকর্ম
ছবি: ’স্কালপট দ্য ওয়ার্লড’ ইনস্টাগ্রাম পেজ থেকে
৫ / ২১
এই শিল্পকর্মের নাম ‘মাশরুমের রাস্তা’
ছবি: ’স্কালপট দ্য ওয়ার্লড’ ইনস্টাগ্রাম পেজ থেকে
৬ / ২১
মনে প্রশ্ন জাগতে পারে, দুর্দান্ত শিল্পকর্মগুলো দিয়ে জন কী করেন? উত্তর হলো, কিছুই করেন না। শিল্পকর্ম তৈরি শেষে জন সেটির পাশে বসে থাকেন খানিকক্ষণ। সারা দিনে সেটাই জনের সবচেয়ে পছন্দের সময়
ছবি: ’স্কালপট দ্য ওয়ার্লড’ ইনস্টাগ্রাম পেজ থেকে
৭ / ২১
জন ফোরম্যান ক্যামেরা নিয়ে ঘোরেন। শিল্পকর্ম তৈরি শেষে সেটির ছবি তোলেন। ইনস্টাগ্রাম, ফেসবুকে পোস্ট করেন
ছবি: ’স্কালপট দ্য ওয়ার্লড’ ইনস্টাগ্রাম পেজ থেকে
৮ / ২১
শিল্পকর্মগুলো এভাবে প্রকৃতিতেই থাকে। তারপর প্রকৃতির সঙ্গে মিশে যায়
ছবি: ’স্কালপট দ্য ওয়ার্লড’ ইনস্টাগ্রাম পেজ থেকে
৯ / ২১
পাথরের রাস্তা
ছবি: ’স্কালপট দ্য ওয়ার্লড’ ইনস্টাগ্রাম পেজ থেকে
১০ / ২১
জন ফোরম্যানের বেশির ভাগ শিল্পকর্মই ক্ষণস্থায়ী। তবে ফোরম্যানের মতে, এসব শিল্পকর্ম তৈরির আনন্দ চিরস্থায়ী
ছবি: ’স্কালপট দ্য ওয়ার্লড’ ইনস্টাগ্রাম পেজ থেকে
১১ / ২১
এটি টিকে ছিল সাগরের পরবর্তী ঢেউ আসার আগপর্যন্ত
ছবি: ’স্কালপট দ্য ওয়ার্লড’ ইনস্টাগ্রাম পেজ থেকে
১২ / ২১
ক্যামেরা নিয়ে বন–জঙ্গল আর সাগরে ঘুরে বেড়ানো আর শিল্পকর্ম তৈরিই জন ফোরম্যানের নেশা
ছবি: ’স্কালপট দ্য ওয়ার্লড’ ইনস্টাগ্রাম পেজ থেকে
১৩ / ২১
সাগরপারের আরেকটি শিল্পকর্ম
ছবি: ’স্কালপট দ্য ওয়ার্লড’ ইনস্টাগ্রাম পেজ থেকে
১৪ / ২১
রংবেরঙের পাথরে অনেকটা চাঁদের মতো প্রতিকৃতি
ছবি: ’স্কালপট দ্য ওয়ার্লড’ ইনস্টাগ্রাম পেজ থেকে
১৫ / ২১
এই শিল্পকর্ম তৈরির জন্য দুই দিন ধরে জড়ো করেছেন পাথর।
ছবি: ’স্কালপট দ্য ওয়ার্লড’ ইনস্টাগ্রাম পেজ থেকে
১৬ / ২১
হয়তো ভাবছেন, সাগরপারে বালুর ওপর এত চমৎকার একটা নকশা আঁকার কী দরকার!
ছবি: ’স্কালপট দ্য ওয়ার্লড’ ইনস্টাগ্রাম পেজ থেকে
১৭ / ২১
আর এদিকে শিল্পী জন ফোরম্যান মনে করেন, চমৎকার জিনিসমাত্রই ক্ষণস্থায়ী, আর ক্ষণস্থায়ী বলেই তা চমৎকার
ছবি: ’স্কালপট দ্য ওয়ার্লড’ ইনস্টাগ্রাম পেজ থেকে
১৮ / ২১
নদীপাড়ের কাদা দিয়ে পাতাগুলো আটকেছেন জন ফোরম্যান
ছবি: ’স্কালপট দ্য ওয়ার্লড’ ইনস্টাগ্রাম পেজ থেকে
১৯ / ২১
নদীপাড়ের জমা শেওলা দিয়ে তৈরি শিল্পকর্ম
ছবি: ’স্কালপট দ্য ওয়ার্লড’ ইনস্টাগ্রাম পেজ থেকে
২০ / ২১
জন ফোরম্যান জানান, এসব শিল্পকর্ম তৈরির ভেতর দিয়ে তিনি নিজেই প্রতিনিয়ত নিজের ধৈর্য আর সহিষ্ণুতার পরীক্ষা নেন। আর প্রতিদিন একটু একটু করে ছাপিয়ে যান নিজেকে
ছবি: ’স্কালপট দ্য ওয়ার্লড’ ইনস্টাগ্রাম পেজ থেকে
২১ / ২১
লায়লা ও জনের আরেকটি শিল্পকর্ম
ছবি: ’স্কালপট দ্য ওয়ার্লড’ ইনস্টাগ্রাম পেজ থেকে সূত্র: ওয়েলথ
আরও পড়ুন