পুরোনো কাপড় ভালো রাখবেন যেভাবে
পুরোনো জামদানি শাড়ি তুলে রেখে দিয়েছেন আলমারিতে। হঠাৎ বন্ধুর বিয়েতে মন চাইল সেই শাড়িটা পরবেন। কিন্তু আলমারি থেকে শাড়িটা বের করতেই আপনার চক্ষু ছানাবড়া, শাড়ির ভাঁজে ভাঁজে ফেঁসে গেছে। এখন কী করবেন? পুরোনো কিংবা তুলে রাখা কাপড় দীর্ঘদিন ব্যবহার না করলে ফাঙ্গাস পড়ে যেতে পারে, গন্ধ হয়ে হতে পারে ব্যবহারের অনুপযোগী। কীভাবে এসব ব্যবহারোপযোগী করে তুলবেন, তা নিয়ে ভাবছেন? সে সমাধানও আছে।
সাধারণত যেকোনো কাপড় যত্ন সহকারে রক্ষণাবেক্ষণ করলে তাতে দুর্গন্ধ কিংবা ফাঙ্গাস পড়ে না। যেকোনো কাপড় ব্যবহারের পরে তা ধুয়ে ইস্তিরি করে যত্ন করে সংরক্ষণ করতে হবে।
শীতের মোটা কাপড়, লেপ-কম্বল ইত্যাদি কড়া রোদে শুকিয়ে প্যাকেটে মুড়ে আলমারিতে সংরক্ষণ করুন।
ধোয়া কাপড় সারা দিন বারান্দায় রোদে মেলে রাখলে ভাপসা গন্ধটা চলে যায়।
বেনারসি শাড়ি, সিল্ক শাড়ি, হাফ সিল্ক শাড়িগুলো অনেক দিন ব্যবহার না করলে সাধারণত ভাঁজে ভাঁজে নষ্ট হয়ে যায়। একটা লাঠিতে পেঁচিয়ে রোল করে রাখলে শাড়ির ভাঁজে সাধারণত দাগ পড়ে না।
এ ধরনের শাড়ি কাঠের ফ্রেমে বহর অনুযায়ী আটকে আলমারিতে রাখা যেতে পারে। তাতে শাড়িগুলোতে দাগ হবে না, ফাঙ্গাস পড়বে না।
তবে মাঝেমধ্যে এসব পুরোনো শাড়ি রোদে দিতে হবে, তাহলে বিবর্ণ হয়ে যাবে না। রোদে দিয়ে বাতাসে মেলে দিলেও ভালো থাকবে।
পুরোনো কাপড়ে দাগ পড়লে, সেই দাগসহ তুলে রাখা হলে তা তোলা কঠিন। তাই দাগ লাগলে ধোওয়ার পর ইস্তিরি করে রাখুন।
কাপড়ের আলমারিতে মাঝেমধ্যে ন্যাপথলিন, এয়ারফ্রেশনার দিলে কাপড় থেকে গন্ধ বের হবে না।
কাপড় সংরক্ষণ করার স্থানে এক কোনায় একটা কাপড়ের পুঁটলিতে নিমপাতা রাখলে পোকার সংক্রমণ থেকে রেহাই মেলে।
যেকোনো কাপড় ব্যবহারের পর পরই ধুয়ে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখুন, তারপর সংরক্ষণ করুন।
বর্ষায় সাধারণত তুলে রাখা কাপড়ে স্যাঁতসেঁতে ভাব চলে আসে। তাই বের করে রোদে দিয়ে নিতে হবে।
প্রথমে কাপড়ের একদিকের ভাঁজে রোদ দিতে হবে। তারপর ভাঁজটা পরিবর্তন করে আরেক পাশ রোদে দিয়ে নিতে হবে।
সাধারণত ছয় মাস পর পর সংরক্ষণ করা কাপড় রোদে দেওয়া ভালো।
কাপড়ে দাগ পড়ে গেলে দাগটা যেন বসে না যেতে পারে, প্রথমেই সে ব্যবস্থা করতে হবে। কাপড়ের যে স্থানে দাগ পড়বে, সেখানে ট্যালকম পাউডার দিলে দাগটা শুষে নেয় পাউডার। এরপর ড্রাই ওয়াশ করে সংরক্ষণ করলে কাপড়ে দাগ পড়তে পারে না।
জামদানি শাড়িতে অনেক সময় রং নষ্ট হয়ে যায়, দাগ পড়ে যায়। এ জন্য বাসায় পরিষ্কার না করে ড্রাই ওয়াশের জন্য লন্ড্রিতে দেওয়া ভালো।
পুরোনো কাপড়ে দাগ পড়ে গেলে ভালোভাবে ড্রাই ক্লিনিংয়ের জন্য লন্ড্রিতে দিতে হবে। তাই কাপড় ধুয়ে রোদে শুকিয়ে পলি প্যাকেটে করে সংরক্ষণ করা যেতে পারে।
কাপড়ের প্যাকেটটা বের করে মাঝেমধ্যে মুছে ফেলতে হবে। তাতে ভেতরের কাপড়টা অনেক দিন ভালো থাকে।