আজ গিফট কার্ড ব্যবহার করে কেনাকাটার দিন

গিফট কার্ড জমানো থাকলে আজকের বিশেষ দিনটিতেই কেনাকাটা করতে পারেনছবি: অধুনা

উপহার হিসেবে কখনো গিফট কার্ড পেয়েছেন? কিংবা দিয়েছেন কাউকে? এ এক দারুণ অভিজ্ঞতা। এতে নির্ধারিত পরিমাণে টাকার অঙ্ক উল্লেখ করা থাকে। উপহার পাওয়া ব্যক্তি নির্দিষ্ট দোকান বা অনলাইন প্ল্যাটফর্ম থেকে নিজের পছন্দমতো কেনাকাটা করতে পারেন। সন্দেহ নেই, উপহার দেওয়া-নেওয়ার জগতে এটি দারুণ এক সংযোজন।

সাধারণত কাউকে উপহার দিতে গেলে প্রথমেই যে জটিলতায় পড়তে হয় তা হলো, উপহার প্রাপকের পছন্দ ও প্রয়োজনীয়তা বুঝতে পারা। ঠিক কী ধরনের জিনিস পেলে তিনি খুশি হবেন। কোন জিনিস তাঁর দরকার। কোন উপহারে তিনি চমকে যাবেন। এসব নিয়ে বিস্তর গবেষণা করতে হয়। জানতে হয় তাঁর জীবনযাপন প্রণালি, পছন্দ-অপছন্দ, চিন্তার গতিপথ। ফলে ‘গিফট কার্ড’ ব্যাপারটিকে বলা যেতে পারে উপহার-জটিলতার চমৎকার এক সমাধান। যাকে উপহার দিতে চাইছেন বাজেটসম্মত অঙ্কের একটি গিফট কার্ড দিন। ভাবাভাবির ঝামেলা শেষ। তিনি কিনে নেবেন তাঁর পছন্দের জিনিস।

আরও পড়ুন
আজ ১৮ জানুয়ারি, গিফট কার্ড ব্যবহার দিবস
ছবি: পেক্সেলস

গিফট কার্ডের মাধ্যমে উপহার দেওয়া যেমন সহজ, তেমনই এর মাধ্যমে প্রাপকের কেনাকাটার স্বাধীনতাও নিশ্চিত করা যায়। আবার এটি ব্যবহার করাও যথেষ্ট সহজ। দোকানে পণ্য কেনার পর ক্যাশিয়ারের কাছে কার্ডটি দিলে তিনি সেটি স্ক্যান বা সোয়াইপ করলেই লেনদেন সম্পন্ন হয়ে যাবে। অনলাইন প্ল্যাটফর্মে গিফট কার্ডের নম্বর ও পিন কোড দিয়েও লেনদেন করা যায়। গিফট কার্ডে থাকা অর্থ শেষ না হওয়া পর্যন্ত এটি বারবার ব্যবহার করা যায়। কিছু কার্ডে অবশিষ্ট ব্যালান্স চেক করার সুযোগও থাকে।

তবে অধিকাংশ গিফট কার্ডেরই নির্দিষ্ট মেয়াদ থাকে। মেয়াদের পর সেটি আর ব্যবহার করা যায় না। একটু অসচেতনতার ফলে প্রচুর কার্ড অব্যবহৃত থেকে যায়। যেমন একটি সূত্রের তথ্যমতে, যুক্তরাষ্ট্রে প্রতিবছর এক বিলিয়ন মার্কিন ডলারের গিফট কার্ড অব্যবহৃত থাকে।

আজ ১৮ জানুয়ারি, গিফট কার্ড ব্যবহার দিবস। ট্র্যাসি টিলসন নামের একজন মার্কিনের হাত ধরে ২০২০ সালে দিনটির চল হয়েছিল। গিফট কার্ডের সর্বোচ্চ ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার ব্যাপারে মানুষের ভেতর সচেতনতা তৈরি করতে দিবসটির সূচনা করেন তিনি।

ডেজ অব দ্য ইয়ার অবলম্বনে

আরও পড়ুন