দীপিকাদের এই বিলাসবহুল হোটেলে থাকার খরচ কত?

১১ ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ‘গেহরায়িয়া’। এই সিনেমায় অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, সিদ্ধার্থ চতুর্বেদী, অনন্যা পান্ডে, ধৈর্য কারওয়া, নাসির উদ্দিন শাহ প্রমুখ। সম্পূর্ণ ছবিটির শুটিং হয়েছে গোয়ার সমুদ্রপাড়ের একটি বিলাসবহুল হোটেলে—‘অহল্যা’। শুটিংয়ের ৮০ দিন দীপিকারা ভারতের গোয়ার নেরুল গ্রামের এই হোটেলেই ছিলেন। সিনেমা ফ্লপ হলেও সিনেমা মুক্তির পর থেকে হিট এই হোটেল! ইন্টারনেটে খোঁজা হচ্ছে, এখানে থাকতে কেমন খরচ পড়বে। বিলাসবহুল এই হোটেল সম্পর্কে জেনে নেওয়া যাক।
১ / ১২
ইনস্টাগ্রামে ‘অহল্যা বাই দ্য সি’ নামে এই হোটেলের একটি অ্যাকাউন্ট রয়েছে। ২২ হাজার ৪০০ অনুসারীও আছে সমুদ্রপাড়ের বিশাল বাড়ির মতো দেখতে বিলাসবহুল এই হোটেলটি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ১২
ভারতীয় তাঁতশিল্পকে পর্যটকদের সামনে তুলে ধরতে ও জনপ্রিয় করতে এই হোটেলের একটা অংশে স্থানীয় নারীরা তাঁতের কাজ আর হস্তশিল্পের কাজ করেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ১২
এই হোটেলের একদিকে তাঁতের বা স্থানীয় উপকরণে হাতে বানানো নানা কিছু বিক্রিও করা হয়। এভাবে পর্যটনের সঙ্গে তাঁতশিল্প আর হস্তশিল্পকে জুড়ে দেওয়া হয়েছে। ছবিতে পুলসাইড
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ১২
এই হোটেলে আছে সমুদ্রের দিকে মুখ করা তিনটা ভিলা, দুটি পুল, বাগান আর স্পা কেন্দ্র
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ১২
এখানে থাকতে ঘরের সুযোগ–সুবিধা আর অবস্থান অনুযায়ী পর্যটকদের প্রতি রাতে খরচ হবে ২৫ হাজার থেকে ৪০ হাজার টাকা। ছবিতে হোটেলের ভেতরে একটি ঘর। সাজের অনুষঙ্গ হিসেবে ব্যবহার করা হয় হোটেলের গাছের ফুল
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ১২
বাগানে গাছের তলায় বা পুলে সকালের নাশতার ব্যবস্থা আছে। চাইলে বিকেলে চা বা কফির আড্ডাও সমুদ্রপাড়ের টেবিলে করা যেতে পারে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ১২
সমুদ্রের গর্জনের মধ্যে রাতের খাওয়াও সেরে নিতে পারেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ১২
হোটেলটি সমুদ্রলাগোয়া। নিরিবিলি লেখালেখির কাজ সারতে অনেকেই সেখানে যান
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ১২
ভালো রান্নার জন্য সুনাম আছে এখানকার শেফদের
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ১২
হোটেলটি গাছপালায় ঢাকা, আর চারপাশে সমুদ্রের পানি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১১ / ১২
অনেক দিন ধরে হয়তো একটা বই পড়া হচ্ছে না। চাইলে আপনি এই হোটেলে গিয়ে নিরিবিলি আপনার প্রিয় বইটাও পড়তে পারেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১২ / ১২
এইখানে হয়েছে সমস্ত সিনেমার শুটিং। সিনেমায় দেখা যায়, হোটেলটির মালিক অনন্যা পান্ডে। প্রেমিক সিদ্ধার্থের ব্যবসার জন্য তিনি সেটি বিক্রি করে দেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে