ছোট্ট বসার ঘরে কীভাবে হতে পারে এত সব কাজ

বসার ঘরেই করে তুলতে পারেন আপনার পারিবারিক লাইব্রেরি
ছবি: কবির হোসেন

ছোট্ট একটা বসার ঘর। অতিথি আপ্যায়নের জায়গা। অনেক বাড়িতে আলাদাভাবে পারিবারিক বসার ঘর থাকে না। তাই পরিবারের আড্ডা কিংবা চা-নাশতাও সেখানেই চলে। এক পাশে হয়তো টেলিভিশন রাখার ব্যবস্থা। কোনো এক দিকে খানিক সবুজের ছোঁয়া। চাইলে এই ঘরেই বাড়ির আরও কিছু প্রয়োজন মেটাতে পারেন।

যেমন বসার ঘরটাকেই করে তুলতে পারেন আপনার পারিবারিক লাইব্রেরি। জায়গার টানাটানি থাকলে বসার ঘরে পড়ালেখাও করা যায়, আবার সেখানেই হতে পারে ঘুমের আয়োজন। ছোট্ট বসার ঘরে কীভাবে হতে পারে এত সব কাজ? জানালেন সৃষ্টি আর্কিটেকচার অ্যান্ড কনসালট্যান্সির প্রতিষ্ঠাতা স্থপতি তাসনিম তূর্যি।

আরও পড়ুন

বই যখন বন্ধু

বসার ঘরের একটা দেয়ালজুড়ে থাকতে পারে বই রাখার তাক। বইয়ের জন্য সুবিধাজনক মাপে তাক বানিয়ে নিলে ঘরের জায়গা কিন্তু কমে না। বই পড়ার আয়োজনও হতে পারে বসার ঘরে। সোফা কিংবা ডিভানে বসে আয়েশ করে বই পড়তে পারেন যেকোনো সময়। ঘরে একখানা হ্যামক ঝোলানোর ব্যবস্থাও রাখতে পারেন। ব্যবহার শেষে খুলে ভেতরের কোনো ঘরে রেখে দিন। ধরা যাক, রাতে পেশাগত কাজের জন্য বইপত্র কিংবা ল্যাপটপ কম্পিউটার নিয়ে বসতে হয় আপনার। সে ক্ষেত্রে আপনি ভেতরের ঘরে রেখে দিতে পারেন ছোট আকারের হালকা একটা টেবিল, যা ভাঁজ করা যায়। প্রয়োজনের সময় টেবিলখানা বসার ঘরে বিছিয়ে নিন।

লুকানো আসন, লুকানো খাট

ছোট বসার ঘরে অনেক আসন রাখা মুশকিল। তাতে চলাচল বিঘ্নিত হয়। ভালোও দেখায় না। এমন ক্ষেত্রে সোফা কিংবা টেবিলের নিচে লুকানো আসনের ব্যবস্থা করতে পারেন। সোফা বা টেবিলের নিচে মাপমতো টুলজাতীয় আসন ঢুকিয়ে রাখলে প্রয়োজনের সময় বের করে নেওয়াটাও সহজ। বসার ঘরে শোয়ার ব্যবস্থা করতে চাইলে এমন আসবাব বেছে নিতে পারেন, যা ভাঁজ করলে হয়ে যায় সোফা, ভাঁজ খুললে খাট।

এমন খাটের ব্যবস্থাও করতে পারেন, যা ভাঁজ করে দেয়ালে তুলে রাখা যাবে। এ ক্ষেত্রে খাটের নিচের অংশটা এমনভাবে গড়া হয়, যা দেখলে মনে হয় দেয়াল। অর্থাৎ, ভাঁজ করে ফেললে খাটের নিচের দিকের দেয়ালের একটা অংশ বলেই মনে হয়। কিংবা টেলিভিশন ট্রলির সঙ্গে ড্রয়ারের মতো পদ্ধতিতে ছোট একটা খাটের ব্যবস্থাও করা যায়। টেনে আনলে বেরিয়ে পড়বে খাট, ঠেলে দিলেই নাই হয়ে যাবে।

আরও পড়ুন

গোছানো অন্দর

সোফা কিংবা ডিভানের নিচের অংশে আপনি এমন বহু জিনিস রাখার ব্যবস্থা করতে পারেন, সচরাচর যা আপনার প্রয়োজন হয় না। তাতে জিনিসগুলো গোছানো থাকে, আবার প্রয়োজনের সময় সহজে খুঁজে পাওয়া যায়।

এসব জিনিস রাখার জন্য বাড়ির অন্য কোনো ঘরে বাড়তি জায়গারও দরকার পড়ে না। জিনিসগুলো ঢোকানো বা বের করার জন্য আসবারের ওপরে বসার জায়গাটুকু খোলা-বন্ধ করা যায়, এমন ব্যবস্থা থাকতে পারে। তবে তাতে আসবাবটির বসার জায়গাটা খুব বেশি মজবুত হয় না। মজবুত করতে চাইলে বরং হেলান দেওয়ার ব্যবস্থা নেই, এমন সোফা বা ডিভান বেছে নিন, যেটির গদির অংশটা বাক্সের ঢাকনার মতো করে তোলার ব্যবস্থা থাকবে।

আরও পড়ুন