যে ধরনের টাইলস এখন জনপ্রিয়তা পাচ্ছে
অন্দরের সৌন্দর্য বাড়াতে মেঝে বড় ভূমিকা পালন করে। লাল সিমেন্টের মেঝেতে বড় হওয়া প্রজন্মই এখন বেছে নিচ্ছে নানা নকশার মেঝে। মেঝের নকশা যত সুন্দর আর ছিমছাম, অন্দর সাজাতেও যেন ততটাই সুবিধা। ২০২৪ সালের ধারা অনুযায়ী অন্দরে এখন প্রাধান্য পাচ্ছে একটু চকচকে ঘরানার টাইলস। তবে যাঁরা চকচকে পছন্দ করেন না, তাঁদের জন্যও আছে নানা ধরনের টাইলস। মার্বেলের নকশা, কাঠের নকশা, প্রাকৃতিক ধাঁচের নকশা, জ্যামিতিক নকশার টাইলস এখন জনপ্রিয়। সাদা-কালো ও ছাই রং প্রাধান্য পাচ্ছে বেশি। একনজরে জেনে নেওয়া যাক দেশীয় বাজারে টাইলসের দরদাম।
মেঝের টাইলসের দরদাম
ডিবিএল সিরামিকস, মীর সিরামিকস, আকিজ সিরামিকস, চায়না-বাংলা সিরামিক ইন্ডাস্ট্রি, এক্স সিরামিকস, আরএকে সিরামিকস, স্টার সিরামিকসসহ বিভিন্ন ব্র্যান্ডের দেশীয় ব্র্যান্ডের ফ্লোর টাইলস পাওয়া যাচ্ছে। রাজধানী ঢাকার বড় খুচরা ও পাইকারি টাইলস বিক্রি করা হয় হাতিরপুল ও গ্রিন রোডে। আকিজ সিরামিকস লিমিটেডের জেনারেল ম্যানেজার (সেলস ও মার্কেটিং) আশরাফুল হক জানান, এখন ফ্লোর টাইলসের বিভিন্ন নকশা দেখা যাচ্ছে। ক্রেতারা সময় নিয়ে ডিসপ্লে সেন্টার ঘুরে ঘুরে টাইলস কেনেন। আকার ও ধরন বুঝে দামে ভিন্নতা আছে। ৩২ বাই ৩২, ২৪ বাই ২৪, ১৬ বাই ১৬, ২৪ বাই ৪৮ ইঞ্চির মাপের টাইলস বিক্রি হচ্ছে বেশি। দেশীয় সিরামিকের ফ্লোর টাইলস প্রতি বর্গফুট ৬০ থেকে শুরু করে ২৫০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে।
কেনার সময় যা খেয়াল রাখবেন
ঘর বা আবাসের ধরন বুঝে ফ্লোর টাইলসের ব্যবহার দেখা যায়। অফিস কিংবা যেসব স্থানে চলাচল বেশি, সেখানে মার্বেল টাইলস, চিক মোজাইক টাইলস, উডেন ফ্লোর টাইলস, পোরসেলিন টাইলস, জ্যামিতিক নকশার টাইলস ব্যবহৃত হয় বেশি। মেঝেতে অনেকেই প্রাকৃতিক ধরন বোঝাতে উড লুক বা কাঠের মতো দেখা যায়, এমন টাইলস ব্যবহার করেন। বিভিন্ন কার্পেটের নকশার মতো টাইলসও আছে। এ ছাড়া পাথর মোটিফের টাইলসও জনপ্রিয়তা পাচ্ছে। পাশাপাশি অনেক ক্রেতা অমসৃণ টাইলসসহ একরঙা টাইলস বেশি ব্যবহার করছেন। আভিজাত্য আনতে মার্বেল ও গ্রানাইট নকশার টাইলসের কদরও বাড়ছে। পরবর্তী কয়েক বছর এ ধরনের টাইলস বেশি চলবে বলেই মনে করছেন বিক্রেতারা।