ঈদে বসার ঘর ফুল দিয়ে সাজাবেন যেভাবে

তাজা ফুল অন্দরে আনবে উৎসবের আমেজ
ছবি : নকশা

ঈদের দিন আপনার বসার ঘরের অন্দরসজ্জার অংশ হয়ে উঠতে পারে তাজা ফুল। এক তোড়া ফুল এনে অন্দরের যেকোনো এক জায়গায় তো রেখে দেওয়াই যায়। তাজা ফুলের মিষ্টি সুবাসে অন্দরে আসবে উৎসবের আমেজ। আর লাগসই জায়গায় ফুলগুলোকে সাজিয়ে রাখতে পারলে তো কথাই নেই, আপনার অন্দর দেখতেও হয়ে উঠবে দৃষ্টিনন্দন।

বসার ঘরের ফুলদানিতে ফুল সাজাতে পারেন। বাটি, ডালা, ঝুড়ি, থালা প্রভৃতিও ফুল সাজানোর কাজে লাগবে। দেশজ ধারার অন্দরসজ্জায় মাটি, পোড়ামাটি, বাঁশ কিংবা বেতের অনুষঙ্গ মানিয়ে যাবে। আর অন্দরসজ্জা পাশ্চাত্য ধারার হলে সিরামিকের পাত্র ভালো। তবে অন্দরসজ্জা যেমনই হোক, সব ধারাতেই মানাবে গোলাপ, রজনীগন্ধা, গ্লাডিওলাস, জারবেরা, অর্কিড, লিলির মতো ফুল। অন্দরসজ্জার সঙ্গে সমন্বয় করে কোথাও একই রঙের ফুল রাখুন, কোথাও রাখুন বাহারি রঙের ফুল। অন্যান্য ফুলের সঙ্গে জিপসিও যোগ করতে পারেন।

অন্দরসজ্জার সঙ্গে সমন্বয় করে একই রঙের ফুলের পাশাপাশি রাখুন বাহারি রঙের ফুল
ছবি: নকশা

ঈদে ফুল দিয়ে অন্দরকে প্রাণবন্ত এবং নান্দনিক করে তোলার কিছু উপায় জানালেন সৃষ্টি আর্কিটেকচার অ্যান্ড কনসালট্যান্সির প্রতিষ্ঠাতা স্থপতি তাসনিম তূর্যি।

সুঘ্রাণে প্রশান্তি

তাজা ফুলের সুঘ্রাণ বদলে দিতে পারে অন্দরের পরিবেশ। সুঘ্রাণ ছড়ায়, বসার ঘর সাজাতে এমন ফুল বেছে নিন। প্রাকৃতিক উপকরণে তৈরি সুগন্ধি মোমও ব্যবহার করতে পারেন। ফুলের ছড়ার একেবারে কাছেই কোথাও দাঁড় করিয়ে দিতে পারেন মোম। ফুল আর মোমের রঙের সমন্বয়ে দেখাবেও চমৎকার। আবার মাটির শানকি বা এ ধরনের একটু ছড়ানো পাত্রে পানি নিয়ে তাতে ছোট আকারের সুগন্ধি মোম ভাসিয়ে দিতে পারেন। পাত্রের পানিতে আরও ভাসিয়ে দিতে পারেন ফুল কিংবা ফুলের পাপড়ি। পাত্রটি একটু উঁচু জায়গায় রাখুন।

চাইলে একটা টেবিলে রাখতে পারেন। কিংবা উঁচু কোনো মাটির ফুলদানির ওপর একটা মাটির থালা রেখে তার ওপর বসিয়ে দিতে পারেন পানির পাত্র। তবে ছোট শিশু ও পোষা প্রাণীদের নিরাপত্তার দিকেও খেয়াল রাখতে হবে। বাড়িতে ছোট শিশু বা পোষা প্রাণী থাকলে বরং পানির পাত্র কিংবা মোমের মতো উপকরণ ব্যবহার না করে কেবল সুগন্ধি ফুলকেই কাজে লাগাতে পারেন। উঁচু জায়গায় কয়েকটি সুগন্ধি ফুল কিংবা সুগন্ধি ফুলের মালা ছড়িয়ে রাখতে পারেন।

আরও পড়ুন
যে পাত্রে ফুল রাখবেন, তা অবশ্যই পরিষ্কার হতে হবে
ছবি: প্রথম আলো

যেখানে রাখতে পারেন ফুলদানি

ফুলদানির জন্য বসার ঘরের তিন-চারটি জায়গা বাছাই করতে পারেন। সোফার পাশে রাখতে পারেন বড় ফুলদানি। বইয়ের তাক কিংবা টেলিভিশনের পাশেও রাখা যেতে পারে। বসার ঘরে ঢোকার জায়গাটাতেও ফুলদানি রাখতে পারেন। চাইলে সেখান থেকে একটি করে ফুল দিয়ে অতিথিকে স্বাগতও জানাতে পারেন। টেবিলের ওপর বা দেয়ালের তাকে ছোট ফুলদানি রাখতে পারেন। তবে এসব ক্ষেত্রে একটু বাড়তি সতর্কতা প্রয়োজন, যাতে ফুলদানি উল্টে না পড়ে। মেঝেতে চট করে পানি পড়ে গেলে যে কেউই পিছলে পড়তে পারেন। বাড়িতে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি থাকলে বা এলে এদিকটায় বিশেষভাবে খেয়াল রাখবেন। ঝুড়িতে ছোট ছোট ফুল সাজিয়ে সেটিও টেবিলের ওপর বা কোনো উঁচু জায়গায় রাখতে পারেন।

আরও যেখানে ফুলের পাপড়ি

ডালা, ঝুড়ি বা অন্য কোনো ছড়ানো পাত্রে ফুলের পাপড়ি সাজিয়ে রাখতে পারেন। পাপড়ির ওপর সামান্য পানিও ছিটিয়ে দিতে পারেন। পাত্রটি ছড়ানো ধাঁচের হলে তাতে পাপড়ি সাজানোর আগে মাঝখানটায় রেখে দিতে পারেন চমৎকার কোনো শোপিস। পাপড়ির ওপর পানি ছিটিয়ে দিতে চাইলে অবশ্যই পানিরোধী শোপিস বেছে নিন। এই ডালা বা পাত্রটি টেবিলের ওপর কিংবা ঘরের এক কোণের কোনো উঁচু জায়গায় রাখতে পারেন। বড় ফুলদানির ওপর থালা বসিয়েও এ রকমভাবে সাজানো যেতে পারে। টেবিলম্যাট বা রানারের ওপরও কয়েকটি ফুলের পাপড়ি ছড়িয়ে রাখা যেতে পারে।

পাত্রটি ছড়ানো হলে ফুলের সঙ্গে রাখতে পারেন চমৎকার কোনো শোপিস
ছবি: প্রথম আলো

পরিবেশনেও ফুল-পাপড়ি

চাইলে খাবার কিংবা পানীয় পরিবেশনের ট্রেতে ফুল বা ফুলের পাপড়ি সাজিয়ে দিতে পারেন। ভিন্নতা আসবে। ঈদে কমবেশি একই ধরনের খাবার অনেক বাড়িতেই তৈরি করা হয়ে থাকে। কিন্তু প্রাণবন্ত পরিবেশনার গুণে আপনার আতিথেয়তাকে আলাদাভাবে মনে রাখবেন অতিথি।

আরও পড়ুন