ঘরে পিস লিলি ফুটছে না? জেনে রাখুন এসব নিয়ম

নার্সারি থেকে একখানা চারা কিনে আনলেই হলো, সময়ের সঙ্গে সঙ্গে এই একটি গাছের গোড়া থেকেই উঁকি দেবে অনেক গাছ। অল্প যত্নে ঘরে-বাইরে ফুল দিতে সক্ষম, এমন ফুল গাছ খুব বেশি পাবেন না। বলছি পিস লিলির কথা। শোভাবর্ধক ও বায়ুশোধক ইনডোর গাছের মধ্যে এটি প্রথম সারির একটি গাছ।

অল্প যত্নে ঘরে-বাইরে ফুল দিতে সক্ষম পিস লিলিছবি: পেক্সেলস

ঘরের বাতাস থেকে ফরম্যালডিহাইড, বেনজিন, জাইলিন, ট্রাইক্লোরোইথেন, টলুইন এর মতো নানা রকম ক্ষতিকর যৌগ শোষণ করতে সক্ষম পিস লিলি। শান্তির প্রতীক সাদা পতাকার মতো সাদা ফুলের জন্যই গাছটির নাম পিস লিলি বা শান্তির লিলি। বাইরের বাগান থেকে শুরু করে ঘরের ভেতরেও রাখতে পারেন এই গাছ।

অন্দরের আবছা অন্ধকারেই যেসব গাছ বাধাহীনভাবে বেড়ে ওঠে, পিস লিলি তাদের মধ্যে অন্যতম। ঘরের কৃত্রিম আলোতেও বাড়তে পারে এই লিলি। নিশ্চিন্তে ঘরে বসেও পেতে পারেন ফুল। গাছের যত্ন নিতে যাঁরা আলসেমিতে ভোগেন, তাঁদের জন্য পিস লিলি হতে পারে স্বস্তির নাম। জানতে চাইতেই পারেন, পিস লিলি চাষ করার সঠিক উপায় কী? খুব সহজ, টবের জন্য ভালোভাবে মাটি প্রস্তুতকরণ, পর্যাপ্ত সূর্যালোক আর পরিমিত পানি।

পিস লিলির টবের জন্য ভালোভাবে মাটি প্রস্তুত করতে হবে
ছবি: পেক্সেলস

টবের মাটি কেমন হবে

বাগানের সাধারণ মাটির সঙ্গে পিটমস, কিছু পার্লাইট, নিমের খোল ও কিছুটা বালু মেশাতে হবে। এতে করে গাছের শিকড় ভালোভাবে টবের মাটিতে ছড়াতে পারবে, বেড়ে ওঠার জন্য পর্যাপ্ত পুষ্টি পাবে গাছ এবং দ্রুত ফুল আসবে।

আরও পড়ুন

সঠিক জায়গা নির্বাচন

পিস লিলি আপনি ঘরে রাখতে পারবেন, ঠিক আছে। তবে অন্যান্য ফুল গাছের মতো পিস লিলিরও সূর্যালোকের প্রয়োজন হয়। ঘরের ভেতরে পাতার সংখ্যা বাড়লেও সেই অনুপাতে ফুলের সংখ্যা আশানুরূপ না–ও হতে পারে। তাই পিস লিলিকে রৌদ্রোজ্জ্বল জানালার কাছে রাখতে পারলে ভালো বা সপ্তাহে অন্তত এক দিন বাড়ির বাগানে এমন জায়গায় রাখার চেষ্টা করুন, যেখানে যথেষ্ট সূর্যালোক আছে। একে পিস লিলির সূর্যস্নানও বলতে পারেন।

অন্যান্য ফুল গাছের মতো পিস লিলিরও সূর্যালোকের প্রয়োজন হয়
ছবি: পেক্সেলস

কেমন পানি প্রয়োজন?

অন্য সব গাছের মতো প্রতিদিনই পানি দেওয়ার ঝমেলা নেই। গোড়ার মাটি শুকিয়ে এলে তবে পানি দিন। ধুলাবালুর হাত থেকে বাঁচাতে মাঝেমধ্যে পানি দিয়ে পুরো গাছটাই ধুয়ে দিন।

সারের প্রয়োজন আছে?

যদি চান গাছ খুব দ্রুত বেড়ে উঠুক, তবে সার দিতে পারেন। জৈব সার ব্যবহার করাই ভালো। আর শীতকালে গাছের বৃদ্ধির হার এমনিতেই কম থাকে, এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই।

ঝোপালো গাছের বয়সী পাতা তিন-চার মাস পরপর ছেঁটে দিতে পারেন
ছবি: পেক্সেলস

পাতা ছাঁটাই

সূর্যের আলো, পরিমিত পানি ও নিয়মিত যত্ন পেলে গাছ স্বাভাবিকভাবেই বেড়ে উঠবে। ঝোপালো গাছের বয়সী পাতা তিন-চার মাস পরপর ছেঁটে দিতে পারেন। তাতে করে গাছ ফুল ফোটানোর জন্য পর্যাপ্ত পুষ্টি পাবে।

আরও পড়ুন