দেখে নিন হিমালয়ের পাদদেশে কঙ্গনার রেস্তোরাঁর অন্দর

বলিউড তারকাদের মধ্যে প্রিয়াঙ্কা চোপড়া, শিল্পা শেঠি, গৌরী খান, মৌনি রায়, রাকুল প্রীত সিং, সানি লিওনিদের আছে নিজস্ব রেস্তোরাঁ ব্যবসা। এবার সেই তালিকায় নাম লেখাতে চলেছেন কঙ্গনা রনৌত। পাহাড়ের কোলঘেঁষে ‘দ্য মাউন্টেন স্টোরি’ নামের রেস্তোরাঁটি চালু হতে চলেছে আগামীকাল ১৪ ফেব্রুয়ারি, ভালোবাসা দিবসে। ছবি দেখতে দেখতে জেনে নেওয়া যাক বিস্তারিত।

১ / ১৩
একটা ক্যাফে দেওয়া নাকি কঙ্গনার ছোটবেলার স্বপ্ন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ১৩
বলিউড তারকা ও রাজনৈতিক ব্যক্তিত্ব কঙ্গনা রনৌত নিজেকে ‘পাহাড়ের সাধারণ কন্যা’ হিসেবে পরিচয় দিতেই সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ১৩
ভালোবাসা দিবসে কঙ্গনা তাঁর পাহাড় আর পাহাড়ি খাবারের প্রতি ভালোবাসা ছড়িয়ে দিতে চান সবার মধ্যে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ১৩
হিমালয়ের পাশে ভারতের হিমাচল প্রদেশের মানালি শহরের কোল ঘেঁষে প্রাকৃতিক পরিবেশে কঙ্গনার রেস্তোরাঁ ‘দ্য মাউন্টেন স্টোরি’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ১৩
পাহাড় ও প্রকৃতির প্রতি কঙ্গনার ভালোবাসা অকৃত্রিম
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ১৩
কঙ্গনা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রেস্তোরাঁর ছবি প্রকাশ করে লিখেছেন, ‘পাহাড় আমার শরীর, নদী আমার শিরা-উপশিরা, আকাশ আর চাঁদ-তারা আমার স্বপ্ন।’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ১৩
কঙ্গনা ও দীপিকা বিভিন্ন সময়ে দুজন দুজনের অভিনয়ের প্রশংসা করেছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে রেস্তোরাঁর একটা ছবি প্রকাশ করে কঙ্গনা দীপিকা পাড়ুকোনকে তাঁর রেস্তোরাঁর প্রথম অতিথি হওয়ার কথা মনে করিয়ে দিয়েছেন। কঙ্গনা লিখেছেন, ‘দীপিকা, ভুলে যেয়ো না, কথা দিয়েছিলে, আমি রেস্তোরাঁ খুললে তুমি হবে প্রথম অতিথি।’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ১৩
কঙ্গনার এই রেস্তোরাঁয় মূলত হিমাচলের ঐতিহ্যবাহী পাহাড়ি খাবার পাওয়া যাবে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ১৩
পাশাপাশি কেউ চাইলে কফি ও ক্রসার মতো হালকা স্ন্যাকস নিয়ে বসে বসে বইও পড়তে পারবে বা অফিস করতে পারবে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ১৩
এই রেস্তোরাঁর অন্দর নাকি পাহাড়ি পরিবেশের মতোই অকৃত্রিম অনুভব দেবে। পাহাড়ি গাছ ও ফুল চোখে পড়বে অন্দরে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১১ / ১৩
পাথর, মার্বেল, কাঠ যতটা সম্ভব অরূপান্তরিত অবস্থায় ব্যবহার করা হয়েছে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১২ / ১৩
অন্দরের আরেকটি ছবি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৩ / ১৩
‘ব্রুটালিজম’ ধারার এই রেস্তোরাঁর আসবাব পুরোনো আমলের। পাহাড়, বন আর প্রকৃতির কথা মনে করায়। স্থাপত্যে ‘ব্রুটালিজম’ এমন এক শৈলী, যেখানে স্থাপনায় ব্যবহৃত উপকরণ, টেক্সার, নির্মাণ ও উৎপাদনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়, যা অত্যন্ত ‘এক্সপ্রেসিভ ফর্ম’ ফুটিয়ে তোলে
ছবি: ইনস্টাগ্রাম থেকে সূত্র: ব্রুট ইন্ডিয়া
আরও পড়ুন