দেখে নিন সাইফ-কারিনার ১০০ কোটির বাড়ির অন্দর

২০১২ সালের অক্টোবরে বিয়ে করেন বলিউড তারকা সাইফ আলী খান ও কারিনা কাপুর। ভারতের মুম্বাইয়ের বান্দ্রায় তিন হাজার বর্গফুটের বাড়িটি তাঁরা কেনেন ২০১৩ সালে। দুই ছেলে তৈমুর ও জেহকে নিয়ে এ বাড়িতেই থাকেন সাইফ ও কারিনা। আর ১৫ জানুয়ারি রাতে এ বাড়িতেই অনুপ্রবেশকারীর আক্রমণের শিকার হন সাইফ আলী খান। বিভিন্ন সময়ে কারিনা কাপুরের ইনস্টাগ্রামে নানা ছবিতে উঠে এসেছে বাড়িটির অন্দর।

১ / ১৭
২০১৩ সালে সাইফ আলী খান বাড়িটি কেনেন ৪৮ কোটি রুপিতে।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ১৭
‘টাইমস অব ইন্ডিয়া’র তথ্য অনুসারে, এক যুগ পর এখন বাড়িটির দাম প্রায় ১০০ কোটি রুপি।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ১৭
ভারতের নামকরা ইন্টেরিয়র ডিজাইনার দর্শিনী শাহ বাড়িটির অন্দরসজ্জা করেছেন বেশ কয়েক বছর ধরে।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ১৭
চারটি ফ্লোর নিয়ে সাইফ ও কারিনার বাড়ি। প্রতিটি ফ্লোরে তিন হাজার বর্গফুট জায়গায় আছে তিনটি বেডরুম, একটি ড্রয়িং-ডাইনিং ও রান্নাঘর।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ১৭
বারান্দাজুড়ে গাছপালা। দেয়ালে আঁকিবুঁকি করছেন সাইফ।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ১৭
ব্যায়াম করার জন্য আছে জিমনেশিয়াম।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ১৭
অন্দরের একটা বড় অংশজুড়ে আছে বই আর চিত্রকর্ম।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ১৭
‘ভোগ ইন্ডিয়া’র প্রতিবেদনে বলা হয়েছে, বাড়িটি যেন সুবিশাল লাইব্রেরি ও সংগ্রহশালা।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ১৭
সাইফ–কারিনা দুজনই বই পড়তে ভালোবাসেন।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ১৭
‘ফিটনেস ফ্রিক’ হিসেবে নামডাক আছে কারিনার। বলিউডে ‘জিরো ফিগার’ জনপ্রিয় হয়েছে কারিনার মাধ্যমে।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১১ / ১৭
এই বাড়ির কার্পেটগুলো নজরকাড়া। ভারত ছাড়াও ইরান আর তুরস্কের কার্পেট আছে এই বাড়িতে।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১২ / ১৭
বাড়িটিতে আছে কারিনার জামাকাপড়, জুতা, ব্যাগের সংগ্রহের জন্য দুটি ঘর। আছে মেকআপ ও ড্রেসিংরুম।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৩ / ১৭
পার্টি করার বলরুম।পেশাদার মিটিংয়ের জন্য এই বাড়িতে কারিনা ও সাইফের আলাদা দুটি মিটিংরুমও আছে, আরও আছে দুটি ড্রয়িংরুম।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৪ / ১৭
ছাদ, বারান্দা, ঘরের অন্দর—সবখানেই প্রাকৃতিক সবুজের ছোঁয়া।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৫ / ১৭
তিন ছেলের সঙ্গে সাইফ।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৬ / ১৭
সারা ও ইব্রাহিমের সঙ্গে সাইফ ও কারিনা।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৭ / ১৭
ঐতিহ্য, আধুনিকতা ও বিলাসিতা ফুটে উঠেছে সাইফ–কারিনার বান্দ্রার বাড়ির অন্দরসজ্জায়।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন