বৈশাখী নানা আয়োজনের খোঁজখবর

নতুন বছরকে স্বাগত জানাতে শহরজুড়ে শুরু হয়েছে নানা আয়োজন। নতুন পোশাক, খাবারদাবার, মেলাসহ আরও নানা উৎসবে মুখর হবে চারদিক। তারই কিছু খবর থাকছে এখানে।

যাত্রা

যাত্রা
ছবি: সংগৃহীত

যাত্রা ও যাত্রা বিরতিতে থাকছে দুই দিনব্যাপী বর্ষবরণের আয়োজন। থাকছে ঐতিহ্যবাহী পুতুলনাচ, বায়োস্কোপ, ভাগ্য গণনা, বাউলগানসহ লোকজ মেলা। ১৪ ও ১৫ এপ্রিল, সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত এই উৎসবে সন্ধ্যাবেলা থাকবে জনপ্রিয় সংগীত দল ও শিল্পীদের পরিবেশনা।

ঢাকা রিজেন্সি

ঢাকা রিজেন্সির বৈশাখী আয়োজন
ছবি: সংগৃহীত

ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে অতিথিদের জন্য থাকবে বাঙালি খাবারের সমারোহ। সঙ্গে আরও থাকছে বৈশাখী উৎসব ও মেলা। পয়লা বৈশাখে সকাল ১০টা থেকে শিশুদের জন্য নানা আয়োজনে থাকছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ফেস পেইন্ট ও বাউলগানের আসর।

টুয়েলভ

টুয়েলভের পোশাক
ছবি: সংগৃহীত

আবহাওয়াকে প্রাধান্য দিয়ে পয়লা বৈশাখের জন্য সুতি কাপড়ের পোশাক এনেছে টুয়েলভ।

রেড বিউটি স্যালন

পয়লা বৈশাখ উপলক্ষে সৌন্দর্যসেবা প্রতিষ্ঠান রেড দিচ্ছে সাশ্রয়ী প্যাকেজ। ১৫০০ টাকা থেকে শুরু তাঁদের এসব প্যাকেজে থাকছে বিশেষ সুবিধা।

আরও পড়ুন