কেমন যাবে কর্কট রাশির ২০২৪
নিজের ভাগ্য নিজেই নিয়ন্ত্রণ করা যায় শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা নিয়তি। নতুন বছরে রাশিফল দেখে শনাক্ত করুন নিজের শক্তি ও দুর্বলতা। কোন রাশির জাতকের জন্য ২০২৪ সাল কেমন যাবে, তা জানাচ্ছেন বাংলাদেশ অ্যাস্ট্রোলজার্স সোসাইটির (বিএএস) সাবেক কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, অ্যাস্ট্রোলজার ও মনস্তাত্ত্বিক পরামর্শদাতা ফজলে আজিম
কর্কট রাশি (২২ জুন-২২ জুলাই)
অধিপতি গ্রহ: চন্দ্র
শুভ রত্ন: মুক্তা ও মুনস্টোন
শুভ রং: সাদা, সোনালি, ক্রিম, হলুদ ও লাল
শুভ সংখ্যা: ১, ৪, ৬ ও ৮
শুভ বার: সোম, শুক্র ও বুধ
বৈশিষ্ট্য: আপনি সাধারণত কোনো ধরনের ঝঞ্ঝাট চান না। শান্তিপ্রিয় মানুষ বটে, তবে রেগে গেলে যতটা ভয়ংকর চিন্তা করেন বাস্তবে তার বিপরীত আচরণ করেন। আবেগের বশে এমন কিছুতে জড়ানো ঠিক হবে না, যার জন্য ভবিষ্যতে অনুশোচনা করতে হয়। পুরোনো রীতিনীতি মেনে চলার প্রতি আপনার আকর্ষণ আছে। আপনি যথেষ্ট কল্পনাপ্রবণ, আবার কর্মঠ। সব ব্যাপারেই বুঝেশুনে চলেন। সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনে কাজে লেগে থাকার অসাধারণ গুণ আপনার আছে। আত্মনির্ভরশীল হওয়ার অদম্য ইচ্ছা ও চেষ্টাও আপনার আছে। সংগীত ও শিল্পকলার প্রতি আগ্রহ থাকতে পারে। কর্কট রাশির জাতকদের অন্তর্দৃষ্টি গভীর। অন্যের আবেগ ও অনুভূতি দ্বারা সহজেই প্রভাবিত হন। আপনি যথেষ্ট অতিথিপরায়ণ ও আন্তরিক। সেবামূলক কাজে আপনার সহজাত আকর্ষণ আছে। অনেক সময় অন্যকে অনুসরণ করার চেয়ে অনুকরণই বেশি করেন। পরবর্তী জীবনের হিসাব মেলাতে গিয়ে হতাশাগ্রস্ত হতে দেখা যায়। কর্কট রাশির জাতকদের বুক, স্তন, পেট ও খাদ্যনালির সমস্যা থাকতে পারে।
কেমন যাবে কর্কট রাশির ২০২৪
এ বছর খাদ্যাভ্যাসের দিকে আপনাকে ভালোভাবে খেয়াল রাখতে হবে। অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস স্বাস্থ্যহানির কারণ হতে পারে। আত্মপ্রতিষ্ঠার জন্য বছরটি স্মরণীয় হয়ে থাকতে পারে। পেশাগত ও সামাজিক মর্যাদা বাড়তে পারে। নেতৃত্বের সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে। ভিসা জটিলতা কেটে যাবে বলে আশা করা যায়। দাম্পত্য সম্পর্ক মধুময় করতে জীবনসঙ্গীকে পর্যাপ্ত সময় দিন। সাময়িকভাবে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলার প্রয়োজন হতে পারে। নিজের শরীরের যত্ন নিন।