প্রস্রাব করতে গেলে আটকে যায়, কী করা

পাঠকের সমস্যায় পরামর্শ দিয়েছেন—ডা. এ এস এম জুলফিকার হেলাল

কিডনি, মেডিসিন ও ডায়াবেটিস রোগ–বিশেষজ্ঞ

কনসালট্যান্ট, ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতাল,

ধানমন্ডি, ঢাকা।

প্রস্রাব করতে গেলে মাঝে মাঝে আটকে যাওয়া কী সমস্যা? ছবিটি প্রতীকীছবি: কবির হোসেন

প্রশ্ন: আমি একজন ছেলে। আমার বয়স ৩১ বছর, উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি, ওজন ৫৬ কেজি। আমার সমস্যা হলো, কোনো কোনো দিন এক বা দুইবার প্রস্রাব করতে গেলে আটকে যায়, এক ফোঁটা বের হয়। মাঝে মাঝে এই সমস্যা আরও বেশিবারের জন্যও হয়। এ জন্য আমি ইউটিউব দেখে দুই-তিন দিন নির্দিষ্ট কিছু ব্যায়াম করেছি। ব্যায়াম করলে এই সমস্যা মাঝে মাঝে কমে আসে, কিন্তু কিডনির দুই পাশে ব্যথা অনুভব করি। আমার এখন কী করা উচিত?

নাম প্রকাশে অনিচ্ছুক

পরামর্শ: বর্ণনা শুনে মনে হচ্ছে, আপনার দ্রুত একজন কিডনি রোগ–বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। আপনার বর্ণিত জটিলতার কারণ নির্ণয়ে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা প্রয়োজন। এ ক্ষেত্রে ইউরিন আরএমই, ইউরিন ফর কালচার অ্যান্ড সেন্সিটিভিটি, সিরাম ক্রিটিনিন, আলট্রাসনোগ্রাম অব কেইউবি উইথ পিভিআর এবং ইউরোফ্লোমেট্রি পরীক্ষা করিয়ে সুচিকিৎসা গ্রহণ করুন। আপনার যদি প্রস্রাবে জ্বালাপোড়া থাকে কিংবা প্রস্রাবের রাস্তা দিয়ে পুঁজ বের হয়, তাহলে চিকিত্সকের সঙ্গে সাক্ষাতের সময় স্পষ্ট করে সেটা উল্লেখ করবেন। সময় নষ্ট না করে, দ্রুত একজন চিকিৎসকের শরণাপন্ন হয়ে চিকিৎসা কার্যক্রম শুরু করুন। আশা করি এতে উপকৃত হবেন।

আরও পড়ুন