আমার খুব বুক জ্বালাপোড়া করে
পরামর্শ দিয়েছেন—ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের চিফ কনসালট্যান্ট (গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ), পরিপাকতন্ত্র ও লিভার ব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মিয়া মাশহুদ আহমদ
প্রশ্ন: আমি একজন পুরুষ, বয়স ৩০ বছর। তিন মাস ধরে আমার খুব বুকে জ্বালাপোড়া করছে। ভাজাপোড়া খাই না, তবু সমস্যা হচ্ছে। আমি বাইরের খাবারও কম খাই। এই সমস্যা সমাধানে আমার এখন কী করার আছে?
তৌহিদ, ভোলা
পরামর্শ: আপনার বর্ণনায় উল্লিখিত লক্ষণের সঙ্গে পেপটিক আলসার ও ডিসপেপসিয়ার মিল রয়েছে। এতে আক্রান্ত হলে আপনার বর্ণিত লক্ষণের মতো বুক জ্বালাপোড়ার সমস্যা দেখা যায়। এ ক্ষেত্রে তাৎক্ষণিক চিকিৎসায় স্থানীয় চিকিৎসকের পরামর্শে ওমিপ্রাজল কিংবা প্যানটোপ্রাজল জাতীয় ওষুধ খেতে পারেন। তবে নিজের সিদ্ধান্তে প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ কিনে খাবেন না। এরপর যত দ্রুত সম্ভব একজন পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে প্রয়োজনীয় পরীক্ষা করিয়ে নিন। সঠিক রোগনির্ণয়ের পর সুচিকিৎসা গ্রহণ করলে উপকার পাবেন।