শীতকালে ত্বকে যেসব সমস্যা দেখা দেয়, তার সমাধানে কী করবেন
শীতকালে ত্বকের আর্দ্রতা কমে যাওয়ায় ত্বক শুষ্ক হয়ে যায়। এই শুষ্কতার কারণে ত্বকের নানা সমস্যা দেখা দিতে পারে। শীতকালে সাধারণত ত্বকের যে রোগগুলো হয়, তার মধ্যে অন্যতম একজিমা ও স্ক্যাবিস। এই দুটি সমস্যার ঘরোয়া প্রতিকার কী হতে পারে, অনেকেই জানতে চান। এখানে এ সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো—
একজিমা কী ও তার লক্ষণ
অ্যাটোপিক ডার্মাটাইটিস একটি দীর্ঘস্থায়ী ত্বকের সমস্যা, যা সাধারণত একজিমা নামে পরিচিত। এটি ত্বকের শুষ্কতা, চুলকানি, লালচে ভাব, ত্বক ফাটা বা ফোলার সমস্যা সৃষ্টি করে। সাধারণত শিশুদের মধ্যে এই রোগ বেশি দেখা যায়। তবে যেকোনো বয়সে হতে পারে।
এই রোগের লক্ষণগুলোর মধ্যে আছে ত্বকে চুলকানি হওয়া, লাল দাগ দেখা দেওয়া, ত্বকের শুষ্কতা ও রুক্ষ ভাব বাড়তে থাকা, ত্বকে ফাটা বা প্রদাহ হওয়া।
চিকিৎসা
নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করা।
চুলকানি কমানোর জন্য অ্যান্টিহিস্টামিন বা স্টেরয়েড ক্রিম ব্যবহার করা।
চিকিৎসকের পরামর্শে বিশেষ ওষুধ গ্রহণ করা।
পরামর্শ: শুষ্ক আবহাওয়া ও গরম পানিতে গোসল এড়িয়ে চলুন।
স্ক্যাবিস কী ও তার লক্ষণ
স্ক্যাবিস একটি চর্মরোগ, যা একধরনের ক্ষুদ্র মাইটের সংক্রমণে হয়। এ সমস্যায় ত্বকের চুলকানি ও র্যাশ হতে দেখা যায়। সাধারণত শরীরের ভাঁজযুক্ত জায়গায় এমন সমস্যা বেশি দেখা যায়।
এই রোগের লক্ষণগুলোর মধ্যে আছে তীব্র চুলকানি, বিশেষ করে রাতে।
ত্বকে লালচে দাগ বা ছোট ফোসকা দেখা দেওয়া।
আঙুলের ফাঁক, কবজি, কনুই, কোমর ও পায়ের কাছে বেশি দেখা দেওয়া।
চিকিৎসা
স্ক্যাবিস নিরোধক ক্রিম বা লোশন (যেমন পারমেথ্রিন ক্রিম) ব্যবহার করা।
আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত কাপড় ও বিছানার চাদর গরম পানিতে ধুয়ে ফেলুন।
একজনের হলে পরিবারের বাকি সদস্যদেরও চিকিৎসা করা প্রয়োজন।
পরামর্শ: আক্রান্ত ব্যক্তির থেকে দূরে থাকুন। পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখুন।