‘প্রায়ই আমার শরীর খারাপ করে, সর্দি ও জ্বর জ্বর হয়’

পরামর্শ দিয়েছেন ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট (মেডিসিন বিভাগ) মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সমীরণ কুমার সাহা

শীতে অনেকেরই অসাবধানতাবশত ঠান্ডা লেগে যায়ছবি: প্রথম আলো

প্রশ্ন: আমার বয়স ২২ বছর। ঢাকায় পড়াশোনা ও চাকরি করি। মাসিক ছুটিতে গ্রামের বাড়িতে যাওয়া হয়। প্রায়ই আমার শরীর খারাপ করে। সর্দি ও জ্বর জ্বর হয়। স্থান পরিবর্তন বা গোসল ও ঘুমের কারণে কি এ রকম হয়ে থাকে? এ বিষয়ে পরামর্শ চাই। এ থেকে পরিত্রাণের উপায় কী?

ইমরান হোসাইন

পরামর্শ: আপনার সমস্যাটি দুটি ভিন্ন কারণে হতে পারে। একটি ইনফ্লুয়েঞ্জাজনিত, অন্যটি অ্যালার্জিজনিত। যদি ইনফ্লুয়েঞ্জার কারণে এমন হয়ে থাকে, তাহলে ভয়ের কিছু নেই। এমনিতেই এটি সেরে যায়। সর্দি-জ্বরে অ্যান্টিহিস্টামিন ও প্যারাসিটামল খেতে পারেন। ওষুধ না খেলেও এ সমস্যা আপনা–আপনি ঠিক হয়ে যাবে। তবে জীবনযাপনে সতর্ক থাকবেন। এ সময় ফ্রিজের ঠান্ডা খাবার ও পানীয় খাবেন না। গোসলের সময় কুসুম গরম পানি ব্যবহার করতে পারেন।

আর সমস্যাটি যদি ঘন ঘন দেখা দেয়, তাহলে এর কারণ হতে পারে অ্যালার্জি। রক্ত পরীক্ষার মাধ্যমে সেটা নিশ্চিত হওয়া যায়। কারণ নির্ণয়ের পর চিকিৎসকের পরামর্শে কিছুদিন ওষুধ খেলে ও নিয়ম মেনে চললে ভালো থাকবেন। তাই আপনার জন্য পরামর্শ হলো, একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে সুচিকিৎসা গ্রহণ করুন। আশা করি, উপকার পাবেন।

আরও পড়ুন