মেয়েকে চকলেট খেতে দিই না, তবু কেন দাঁত নষ্ট হয়ে যাচ্ছে
পরামর্শ দিয়েছেন ল্যাবএইড ডেন্টাল ক্লিনিক ও ল্যাবএইড আইকনিকের ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন, রুট ক্যানেল স্পেশালিস্ট ডা. কাজী রুমানা শারমীন
প্রশ্ন: আমার চার বছরের একটি কন্যাসন্তান আছে। তার দাঁতগুলোতে সমস্যা দেখা দিয়েছে। সামনের দিকের ওপর ও নিচের প্রায় ছয়টি দাঁতের গোড়ার দিকে এক রকম আর নিচের দিকে আরেক রকম কালার দেখা যাচ্ছে; দাঁতে পোকা ধরার আগে যেমন হয়, তেমন। মেয়েকে আমরা চকলেট খেতে দিই না। এ ছাড়া নিয়মিত ব্রাশ করাই। তারপরও কেন এমন হচ্ছে, তা বুঝতে পারছি না।
শফিকুর রহমান, বনশ্রী, ঢাকা
পরামর্শ: শিশুদের দাঁতের রং নানা কারণে বদলে যেতে পারে। তার মধ্যে উল্লেখযোগ্য কারণ হলো শিশুর র্যামপ্যান্ট ক্যারিজ ও এনামেল ক্যারিজ। শিশুকে রাতে বোতলে অথবা মায়ের বুকের দুধ খাওয়ার পর পানি না খাওয়ালে, দাঁত পরিষ্কার করে না দিলে এই রোগের প্রবণতা বেড়ে যায়। এতে দাঁতের রংও পরিবর্তিত হয়। আপনার শিশুর ক্ষেত্রে এমনটা হয়েছে কি না, ভেবে দেখবেন। এনামেল হলো দাঁতের আবরণ। এই আবরণে হাইপো ক্যালসিফিকেশন অব এনামেল এবং হাইপো ম্যাচুরেশন অব এনামেল রোগের কারণেও দাঁতের রং হলদেটে হয়ে যেতে পারে। এ ছাড়া পানিতে অতিরিক্ত আয়রন থাকলেও শিশুর দাঁতের রং পরিবর্তন হতে পারে। তাই নিয়মিত খাবারের পর দাঁত পরিষ্কার রাখতে হবে। ব্যথা হলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এ ছাড়া চিকিৎসকের পরামর্শে স্কেলিং ও পলিশিং করেও দাঁতের রং কিছুটা ফিরিয়ে আনা যায়।