গর্ভের সন্তানের অটিজম আছে কি না, এ ধরনের টেস্ট কীভাবে করাব?

সমস্যা যেমন আছে, তেমনি আছে সমাধানের উপায়। স্বাস্থ্য ও বিভিন্ন রোগ নিয়ে পাঠকের পাঠানো প্রশ্নের উত্তর দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক।

গর্ভের সন্তানের স্বাস্থ্য-ভাবনা খুবই ইতিবাচক একটি বিষয়ছবি: প্রথম আলো

প্রশ্ন: আমার বয়স ২৮ বছর। প্রত্যন্ত গ্রামে থাকি। আমি এখন চার মাসের অন্তঃসত্ত্বা। অনাগত সন্তানকে নিয়ে নানা রকম চিন্তা মাথায় ঘোরে। এখন নাকি গর্ভের সন্তানকে পরীক্ষা করে বোঝা যায় তার কোনো ধরনের শারীরিক ও মানসিক জটিলতা বা অটিজম আছে কি না। এ ধরনের টেস্ট করাতে চাইলে কীভাবে করাব? কত মাসে এই টেস্ট করানো সম্ভব? টেস্টে কোনো জটিলতা আছে কি না, তা–ও জানাবেন।

নাম প্রকাশে অনিচ্ছুক

পরামর্শ: গর্ভের সন্তানের স্বাস্থ্য-ভাবনা খুবই ইতিবাচক একটি বিষয়। যেকোনো ঝুঁকি এড়াতে সচেতনতার কোনো বিকল্প নেই। বর্তমানে চিকিৎসাবিজ্ঞানের কল্যাণে খুব সহজে গর্ভকালীন মাতৃস্বাস্থ্য ও শিশুস্বাস্থ্য সম্পর্কে সুস্পষ্টভাবে জানা যায়। গর্ভধারণের পর তিন থেকে চার মাস সময় খুব গুরুত্বপূর্ণ। এ সময়ে আপনার গর্ভের সন্তানের কোনো ত্রুটি থাকলে কিছু পরীক্ষার সাহায্যে তা জেনে নিতে পারেন। এরপর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নিলে উপকার পাবেন।

তবে অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না। এতে আপনার স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। প্রথমত, আপনি একজন গাইনি ও ফিটোমেটারনাল মেডিসিন–বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হোন। চিকিৎসকের পরামর্শে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করিয়ে নিলে আপনার অহেতুক ভাবনা কমে যাবে। যদি গর্ভের শিশুর কোনো ত্রুটি কিংবা স্বাস্থ্যঝুঁকি থাকে, তা–ও শনাক্ত হবে। এ ক্ষেত্রে আলট্রাসনোগ্রাফি এবং কিছু রক্ত পরীক্ষা করাতে হবে। যেমন রক্তের গ্রুপ, রক্তে গ্লুকোজের মাত্রা, রক্তশূন্যতা কিংবা রক্তে ইনফেকশন আছে কি না—এগুলো দেখতে হবে। এসব পরীক্ষা খুব সহজে করা যায়। এসব পরীক্ষা করার কারণে কোনো জটিলতাও তৈরি হয় না; বরং গর্ভাবস্থায় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করালে এবং চিকিৎসা গ্রহণ করলে মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করা যায়।

পরামর্শ দিয়েছেন— ডা. জোবায়দা সুলতানা, গাইনি ও ফিটোমেটারনাল মেডিসিন–বিশেষজ্ঞ, ল্যাবএইড লি. (ডায়াগনস্টিকস), কলাবাগান।

প্রশ্ন পাঠানোর ঠিকানা

স্বাস্থ্য জিজ্ঞাসা

ই-মেইল: proshastho@prothomalo.com

ফেসবুক পেজ: fb.com/ProShastho

ডাকযোগে: প্র স্বাস্থ্য, প্রথম আলো, ১৯ কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

আরও পড়ুন