জীবন সহজ করবে গুগল ক্রোমের এই ৫ এক্সটেনশন
ব্রাউজার শুধু ইন্টারনেট থেকে তথ্য অনুসন্ধানের মাধ্যম নয়। ব্রাউজারের মাধ্যমেই আমরা ই–মেইল লিখি, অনলাইন অফিস টুলস ব্যবহার করে অ্যাসাইনমেন্ট, ক্লাস নোট তৈরি করি। আবার পডকাস্ট কিংবা ইউটিউব ভিডিও দেখে অনেক কঠিন বিষয় সহজে বুঝে যাই। ক্রোম ব্রাউজারে বেশ কিছু জনপ্রিয় ক্রোম এক্সটেনশন রয়েছে, যা ব্যবহার করে সময় বাঁচানো যায়, দ্রুত অনেক কাজ করা যায়। জানা যাক এমনই কিছু ব্রাউজারের খোঁজ।
গ্রামারলি
ইংরেজির ভুল এড়িয়ে ই–মেইল বা অনলাইনে ক্লাস অ্যাসাইনমেন্ট লেখার ক্ষেত্রে গ্রামারলি বেশ জনপ্রিয়। বিনা মূল্যের এই ক্রোম এক্সটেনশন ব্যবহার করে ইংরেজি ব্যাকরণ ও বানানের ত্রুটি শনাক্ত করা যায়। সেই সঙ্গে ভালো শব্দ ও বাক্য গঠনের পরামর্শও পাওয়া যায়। এই এক্সটেনশনটি ব্রাউজারে যোগ করে নিতে পারেন এই লিংক থেকে।
টুডুইস্ট
টুডুইস্ট মূলত একটি ‘টাস্ক ম্যানেজমেন্ট’ বা কাজ গুছিয়ে রাখতে সহায়ক ক্রোম এক্সটেনশন। এই ক্রোম এক্সটেনশনের মাধ্যমে বিভিন্ন প্রকল্প, অ্যাসাইনমেন্ট এক জায়গায় সংগঠিত করা যায়। কোন কাজ কতটুকু করা হয়েছে, কী করতে হবে, গুগল ক্যালেন্ডারের মাধ্যমে নোটিফিকেশন তৈরির সুযোগও থাকে। কোন বই পড়বেন, কোন নিবন্ধ কতটুকু পড়েছেন, আগামীকাল কী করবেন, কোন কাজ কতটা গুরুত্বপূর্ণ, বন্ধুদের সঙ্গে কাজ ভাগাভাগির তথ্য থেকে শুরু করে কাজের ডেডলাইন মনে করিয়ে দিতে পারে টুডুইস্ট এক্সটেনশন। বিস্তারিত দেখুন এই লিংকে।
নয়েজলি
অনেক সময় আমরা এক কাজে ইন্টারনেট ব্যবহার শুরু করে একটু পর হারিয়ে যাই। কী খুঁজতে এসেছি, আর কী করছি, মনে থাকে না। কাজে মনোযোগ দেওয়ার জন্য নয়েজলি এক্সটেনশন বেশ কার্যকর। পড়ালেখা বা অ্যাসাইনমেন্ট করার সময় এই এক্সটেনশন একধরনের শব্দ তৈরি করে, যা আপনাকে মনোনিবেশ করতে সাহায্য করবে। ইচ্ছা করলে আপনি বৃষ্টি বা ক্যাফের পরিবেশ কিংবা সবুজ কোনো বনের পরিবেশ এই এক্সটেনশন দিয়ে তৈরি করতে পারেন। নয়েজলি ব্রাউজারে যোগ করতে পারেন এই লিংক থেকে।
গুগল ডিকশনারি
গুগল ডিকশনারি আরেকটি জনপ্রিয় ক্রোম এক্সটেনশন। এটি ব্যবহার করলে ইন্টারনেটের বিভিন্ন ওয়েবসাইট বা অনলাইন পিডিএফ পড়ার সময় কঠিন কঠিন শব্দের অর্থ সহজে বের করতে পারবেন। এই এক্সটেনশন চালু থাকলে শুধু একটি শব্দের অর্থ দেখতে তার ওপর ডাবল ক্লিক করলেই চলবে। গুগল শব্দের অর্থ, উদাহরণসহ দেখিয়ে দেবে। বিস্তারিত দেখুন এই লিংকে।
এভারনোট ওয়েব ক্লিপার
আমরা নানা প্রয়োজনে বহু ওয়েবসাইট ভিজিট করি। কোন ওয়েবসাইট কেন ভিজিট করি, অনেক সময় তা মনে রাখতে পারি না। এভারনোট ওয়েব ক্লিপার এক্সটেনশন ব্যবহারের মাধ্যমে আপনি বিভিন্ন ওয়েবসাইটের তথ্য আলাদা বুকমার্ক করে রাখতে পারেন। একই সঙ্গে বিভিন্ন আর্টিকেল ও ছবি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। ক্লাসের অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশনের জন্য ছবির মতো নানা তথ্য এই এক্সটেনশনের মাধ্যমে সংরক্ষণ করা যায়। বিস্তারিত এই লিংকে।