তাসনুভারা এঁকেছেন ‘আমাদের বাংলাদেশ’

বিভিন্ন জাতিগোষ্ঠীর ভাষায় লেখা হয়েছে ‘আমাদের বাংলাদেশ’
ছবি: সংগৃহীত

চারুকলার শিক্ষার্থী হওয়ার সুবাদে আঁকাআঁকির সঙ্গেই সময় কাটে তাসনুভা তানজুমের। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরুর দিকে যখন নানা প্রতিবাদী দেয়ালচিত্র আঁকা শুরু হলো, তখন থেকেই যুক্ত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী। বন্ধুরা মিলে নিজেরা রং কিনে বেশ কিছু দেয়ালচিত্র এঁকেছেন। তবে ক্যাম্পাসে ‘আমাদের বাংলাদেশ’ লেখা দেয়ালচিত্রটি আলোচিত হয়েছে বিশেষভাবে।

ভাবনাটা কীভাবে মাথায় এল? তাসনুভা বলেন, ‘৯ আগস্ট ছিল আদিবাসী দিবস। তখনো আমরা ক্যাম্পাসের বিভিন্ন দেয়ালে আঁকাআঁকি, লেখালেখির কাজ করছিলাম। তখন আমার এক সিনিয়র ভাই বললেন, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষদের নিয়ে কিছু করা যায় কি না। এর আগে আমার ইচ্ছা ছিল, বিভিন্ন জাতিগোষ্ঠীর নামগুলো সামনে নিয়ে আসব, যাদের নাম আসলে আমরা জানিই না। তখন দুজনের আইডিয়া মিলিয়ে এই কাজ করার উদ্যোগ নিই।’

আরও পড়ুন

শুরুতে তাসনুভারা নিজেদের টাকায় রং কিনে কাজ করছিলেন। পরে যখন আরও বড় পরিসরে শুরু করেছেন, তখন তহবিল গঠনে এগিয়ে এসেছেন প্রাক্তন শিক্ষার্থীরাসহ আরও অনেকেই। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কাজের স্পৃহা আরও বাড়িয়ে দিয়েছে।

দেয়ালচিত্রগুলো যে এত সাড়া পাবে, তাসনুভা আগে ভাবেননি। বলছিলেন, ‘অনেক মানুষ আমার পোস্ট শেয়ার করছে, কমেন্টে অনেক ভালোবাসা প্রকাশ করছে। মনে হচ্ছে, সত্যিকার অর্থেই ছবির মাধ্যমে একটা মেসেজ দিতে পেরেছি। এখন যেভাবে স্বাধীনভাবে আঁকতে পারছি; আমরা চাই এই স্বাধীনতাটা থাকুক।’

আরও পড়ুন