দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে গাছ পৌঁছে দিতে চান এই শিক্ষার্থীরা
২০২০ সালের ৮ মার্চ দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহবুব আলমের হাত ধরে যাত্রা শুরু করে বাংলাদেশ গ্রিন অরবিট অ্যাসোসিয়েশন। পরিবেশবিষয়ক স্বেচ্ছাসেবী এই সংগঠনের সদস্যরা সবাই একটি নির্দিষ্ট অঞ্চল, অর্থাৎ রংপুর জেলার বদরগঞ্জ থানার শিক্ষার্থী। পরিবেশবিষয়ক সচেতনতা ছড়িয়ে দিতে বছরব্যাপী তাঁদের থাকে নানা উদ্যোগ।
এখন পর্যন্ত বদরগঞ্জের দুটি ইউনিয়নের ৩৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে গাছ বিতরণ করেছে বাংলাদেশ গ্রিন অরবিট অ্যাসোসিয়েশন। সংগঠনটির সভাপতি তাজনুর আফরোজ বলেন, ‘আমরা প্রথমে একটা ইউনিয়ন নির্বাচন করি। সেই ইউনিয়নের মধ্যে যত শিক্ষাপ্রতিষ্ঠান আছে; হোক সেটা স্কুল, কলেজ বা মাদ্রাসা, সব কটিতে গাছ পৌঁছে দিই। এখন পর্যন্ত গোপীনাথপুর ও রাধানগর ইউনিয়নে আমাদের কাজ শেষ হয়েছে। দুটি ইউনিয়নের সব শিক্ষাপ্রতিষ্ঠানে গাছ পৌঁছে দিতে পেরেছি।’
জুন-জুলাই মাসে গাছগুলো বিতরণ করেন শিক্ষার্থীরা। একেকটি শিক্ষাপ্রতিষ্ঠানে ১০টি করে গাছ দেওয়া হয়। শুধু বিতরণ করেই দায়িত্ব শেষ হয় না। স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা কার্যক্রম পরিচালনা করেন তাঁরা। গাছের প্রয়োজনীয়তা বোঝান, তাঁদের বৃক্ষরোপণে উৎসাহিত করেন।