জাহ্নবীর ব্যাগের দাম ৭৫ হাজার থেকে শুরু করে ১২ লাখ

জাহ্নবী কাপুর তরুণদের ফ্যাশন আইকন হিসেবে ক্রমেই নিজের জায়গা করে নিচ্ছেন। জাহ্নবীর পার্টি লুক থেকে এয়ারপোর্ট লুক বা জিম লুক—সবই ‘ফ্যাশন গোল’। মা শ্রীদেবীর মতো জাহ্নবীরও রয়েছে বিশ্বের নানা ব্র্যান্ডের ব্যাগের সব কালেকশন। পাপারাজ্জিদের প্রিয় তারকা জাহ্নবী। যতবার তিনি ঘর থেকে বের হন, ততবার তৈরি হয় ‘স্টাইল স্টেটমেন্ট’। আর সেসব ছবি ভাইরাল হয়ে ঘুরে বেড়ায় অন্তর্জালের দুনিয়ায়।

শ্যানেলের এই ব্যাগের দাম ৩ লাখ ১৩ হাজার ৪০০ রুপি
ইনস্টাগ্রাম

তারকা হওয়ার আগে থেকেই তারকাকন্যা হিসেবে আলোচনায় ছিলেন জাহ্নবী। আর বড় পর্দায় নাম লেখানোর পর থেকে তিনি যেখানেই যান, পাপারাজ্জিরাও পিছু নেয়। প্রায় প্রতিবারেরই ছবি আছে। ইন্টারনেট ঘাঁটলেই বেরিয়ে আসবে সেসব। সেখান থেকে যেসব ছবিতে হাতব্যাগ, পার্স বা কিছু বহন করার বাকেট ব্যাগ আছে, সেগুলো নিয়ে আলাদা করে ফ্যাশন বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছে পিঙ্কভিলা।

এই সেই বাকেট ব্যাগ
ছবি: ইনস্টাগ্রাম

তারপর এক বিশেষ প্রতিবেদন করেছে। সেখান থেকে জানা যায়, জাহ্নবী যতবার যেকোনো ধরনের ব্যাগ নিয়ে বাইরে বেরিয়েছেন, সেগুলোর দাম সর্বনিম্ন ৭৫ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১২ লাখ টাকা পর্যন্ত। এই লেখায় জাহ্নবীর কালেকশনের সবচেয়ে কম দামি আর সবচেয়ে দামি ব্যাগ নিয়ে আলোচনা করা হলো।

শ্রীদেবীরও ছিল চমৎকার সব ব্যাগের কালেকশন। অনেকে বলেন, অভিনয়ের মতো সুন্দর সুন্দর ব্যাগ বহন করাটাও জাহ্নবী শিখেছেন তাঁর স্টাইল আইকন মায়ের কাছ থেকে। মজার ব্যাপার হচ্ছে, সবচেয়ে কম দামের ব্যাগটি জাহ্নবীর সবচেয়ে প্রিয়। এই ব্যাগ নিয়ে অসংখ্যবার দেখা দিয়েছেন এই ডিভা।

এই ব্যাকেট ব্যাগকে সঙ্গী করে জাহ্নবী দেখা দিয়েছেন বেশ কয়েকবার
ছবি: ইনস্টাগ্রাম

ব্যাগটি ইতালীয় ব্র্যান্ড মোসিনোর স্পঞ্জবব ব্যাগ সেকশনের ‘বাকেট ব্যাগ’ থেকে নেওয়া। এর দাম ৬৫ হাজার রুপি বা ৭৫ হাজার টাকা। অসংখ্যবার জাহ্নবী ‘ক্যাজুয়াল লুকে’, জিম করতে বেরোনোর সময় দুই ফিতার স্যান্ডেল, সাধারণ পোশাকের সঙ্গে নিয়েছেন এই ব্যাগটা। তবে ব্যাগের ক্ষেত্রে জাহ্নবীর পছন্দের ব্র্যান্ড শ্যানেল। জাহ্নবীর কালেকশনে শ্যানেলের অসংখ্য ব্যাগ আছে। সেগুলোর দাম ২ লাখ থেকে ১২ লাখের ভেতর।

প্যান্টের সঙ্গে মিলিয়ে জাহ্নবীর ব্যাগ
ছবি: ইনস্টাগ্রাম

এই যে প্যান্টের সঙ্গে মিলিয়ে চেরি রঙের ব্যাগটি দেখছেন, এটি হার্মিস বারকিন থেকে নেওয়া। ট্যুরে যাওয়ার সময় ব্যাগটি নিয়েছিলেন তিনি। এর দাম অন্তত ১২ লাখ টাকা। এটি যে সেকশন থেকে নেওয়া হয়েছে সেখানকার ব্যাগের দাম ১০ লাখ থেকে শুরু; আকৃতি, রং, টেক্সচারের ওপর ভিত্তি করে ২৫ লাখ পর্যন্ত হতে পারে। এ ছাড়া পার্টিতে, অ্যাওয়ার্ড ফাংশনে বা ভারতের বাইরে বেড়াতে গেলে বের হয় আরও নানা ধরন, ডিজাইন আর ব্র্র্যান্ডের ব্যাগ।

১২ লাখ টাকার ব্যাগটি আরেকবার দেখে নিন
ছবি: ইনস্টাগ্রাম