১ মাস ধরে যুক্তরাষ্ট্রে কী করছেন এই মডেল

মডেল নিবিড় আদনান
ছবি: ইনস্টাগ্রাম থেকে

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে প্রতিবছর অনুষ্ঠিত হয় ‘বাংলাদেশ রাত’। প্রবাসী বাঙালি আর বাংলাদেশের বিনোদন অঙ্গনের তারকাদের নিয়ে বসে ‘আনন্দমেলা’। এই আয়োজনে এ বছর ‘সেরা মডেল ও অভিনেতা’ হিসেবে পুরস্কার পেয়েছেন নিবিড় আদনান। নিজের দুটো গানে নেচে পারফর্মও করেন বাংলাদেশের মডেলিং অঙ্গনের এই চেনা মুখ।

পুরস্কার পাওয়ার অনুভূতি জানিয়ে বললেন, ‘মডেল হিসেবে আমাদের তো খুব একটা পুরস্কার পাওয়া হয় না। ঠিক এই কারণেই পুরস্কারটি গুরুত্বপূর্ণ। মডেলকে স্বীকৃতি দেওয়ার সংস্কৃতি বাংলাদেশের মডেলিং ইন্ডাস্ট্রিকে পেশাদারভাবে গড়ে ওঠায় সহায়ক।’

‘আনন্দ মেলা লস অ্যাঞ্জেলেস অ্যাওয়ার্ড ২০২৪’–এর আয়োজন করা হয় গত ২১ জুলাই। সেই উপলক্ষে ১৬ জুলাই বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে পাড়ি দেন মডেল নিবিড় আদনান। বাংলাদেশ তখন বিক্ষোভে উত্তাল। তাই বিনোদন অঙ্গনের অনেক তারকারই শেষমেশ অংশ নেওয়া হয়নি। অনুষ্ঠানটিও হয়েছে স্বল্প পরিসরে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে নিবিড় ২০ আগস্ট প্রথম আলোকে বলেন, ‘এখানে এসে যে ঘুরে বেড়াব, আনন্দ করব—এ রকম মনমানসিকতা ছিল না। এমনকি প্রথম দুই দিন আমি রিহার্সালেও অংশ নিতে পারিনি। মানসিকভাবে “ট্রমাটাইজড” ছিলাম অনেক দিন। এখন একটু একটু করে বের হওয়া শুরু করেছি।’

পুরস্কার হাতে মডেল নিবিড়
ছবি: ইনস্টাগ্রাম থেকে

অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরও দেশে ফিরতে পারেননি এই মডেল। একের পর এক ফ্লাইট বাতিল হওয়ায় আটকা পড়েন যুক্তরাষ্ট্রে। পুরোটা সময় চোখ রেখেছেন অনলাইনে। এখন দেশের রাজনৈতিক পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় স্বস্তি মিলেছে। তবে মডেলিং বা বিনোদন অঙ্গনের মানুষেরা যে এই মুহূর্তে ভালো নেই, সেই বিষয়ও উঠে এল নিবিড়ের কথায়। বললেন, ‘দেশের যেকোনো সংকটে, অস্থিরতায়, স্থবিরতায় মহামারিকালে বা অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে—সবার আগে পেশাগতভাবে ক্ষতিগ্রস্ত হন বিনোদন অঙ্গনের মানুষ। বাংলাদেশের বিনোদন সেক্টরের অনেক মানুষ অনেকটা দিন আনে দিন খান। কাজ থাকলে টাকা আছে, নইলে নেই।’

নিবিড় জানান, দেশের সংকটময় পরিস্থিতিতে অনেকে জমানো টাকা ভেঙে খরচ করে টিকে থাকেন। কিন্তু যাঁদের সেটি নেই, তাঁদের অবস্থা খুবই খারাপ। সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হওয়ার ‘ভয়ে’, সংকোচ আর দ্বিধায় চেয়ে বা ধার করে চলার মতো অবস্থাও তাঁদের থাকে না। নিবিড় আরও জানান, বিনোদন অঙ্গনের মানুষ সব সময়ই নেতিবাচকভাবে ‘ভাইরাল’ হয়ে সম্মান খোয়ানোর একটা সংকটে ভোগেন। বললেন, ‘১০ বছরের অর্জন সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে ১০ মিনিটে শেষ হয়ে যায়। আর আমরা কেন যেন নেতিবাচক খবর ছড়াতে খুবই পছন্দ করি। আর সেটা যদি হয় বিনোদন অঙ্গনের তারকাদের চরিত্র নিয়ে, তাহলে তো কথাই নেই!’

র‍্যাম্প থেকে বড় পর্দায় পা রাখতে চলেছেন মডেল নিবিড়
ছবি: ইনস্টাগ্রাম থেকে

মডেল নিবিড় আগেই দেখা দিয়েছেন মিউজিক ভিডিওতে। এবার তাঁকে দেখা যাবে বড় পর্দায়, ‘ঢাকা অ্যাটাক’, ‘মিশন এক্সট্রিম’ খ্যাত পরিচালক সানী সানোয়ারের পরের সিনেমায়। পর্দায় নিবিড়ের প্রেমিকার খুনের রহস্যের সমাধান করতে হাজির হবেন আরেক মডেল ও অভিনেত্রী আজমেরী হক বাঁধন। যদিও এখনই এই সিনেমা নিয়ে বেশি কিছু বলতে নারাজ এই মডেল।

তবে বিনোদনের বিভিন্ন অঙ্গনে কাজ করা নিয়ে বললেন, ‘মডেল মানে যে আমাদের কেবল মডেলিংই করতে হবে, এমন কোনো কথা নেই। বরং বিকল্প সব পথ খোলা রাখাই সমীচীন। আমি প্রাচ্যানাটের মাধ্যমে বিনোদন অঙ্গনে পা রেখেছি। নাচ শিখেছি। যে পারবে, যার যোগ্যতা আছে, সে কেন করবে না!’
২৪ ও ২৮ আগস্ট প্রবাসী বাংলাদেশিদের আরও দুটো আয়োজনে অংশ নেবেন নিবিড়। আগস্টের শেষে অথবা সেপ্টেম্বরের শুরুতে দেশে ফিরবেন।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে প্রায় এক যুগ ধরে আয়োজন করা হয় ‘আনন্দমেলা’। সাধারণত দুই রাত ধরে চলে এই আয়োজন। বাঙালিদের জন্য আয়োজিত অনুষ্ঠানটিতে অংশ নিতে প্রতিবছর পাড়ি জমান বাংলাদেশের তারকারা। এ বছর অল্পসংখ্যক তারকারা অংশ নিয়েছেন এই আয়োজনে। ছিলেন তমা মির্জা, মন্দিরা চক্রবর্তী, পপতারকা মিলা, জায়েদ খান, রায়হান রাফি, প্রতীক হাসানসহ আরও অনেকে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের নর্থ ভারমন্ট অ্যাভিনিউয়ে ভার্জিল মিডল স্কুলের সবুজ মাঠে আয়োজিত হয় এই অনুষ্ঠান।