ঋষি সুনাকের সঙ্গে কথা বলার সময় প্রিয়তি জানতেন না তিনি কে

৪ অক্টোবর শুরু হয়ে ১৫ অক্টোবর শেষ হলো যুক্তরাজ্যের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব লন্ডন ফিল্ম ফেস্টিভ্যাল। জনপ্রিয় ব্রিটিশ অভিনেত্রী, চিত্রনাট্যকার ও পরিচালক ইমির‍্যাল্ড ফেনেলের নতুন সিনেমা ‘সল্টবার্ন’ দিয়ে ওঠে ৬৭তম উৎসবের পর্দা। ফেনেল পরিচালিত প্রথম ফিচার ফিল্ম ‘প্রমিজিং ইয়াং ওম্যান’ পাঁচটি বিষয়ে অস্কার মনোনয়ন পায় ও সেরা চিত্রনাট্যকার হিসেবে ৯৩তম একাডেমি অ্যাওয়ার্ডের মঞ্চে অস্কার হাতে তোলেন এই নারী। ‘সল্টবার্ন’ সিনেমার প্রিমিয়ারে আমন্ত্রিত ছিলেন আয়ারল্যান্ডপ্রবাসী বাংলাদেশি মডেল ও পাইলট মাকসুদা আক্তার প্রিয়তি।

১ / ৭
লন্ডনের ‘দ্য রয়্যাল ফেস্টিভ্যাল হল’–এ প্রদর্শিত হয় ‘সল্টবার্ন’। সেখানেই আমন্ত্রিত ছিলেন প্রিয়তি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ৭
উদ্বোধনী অনুষ্ঠানের লালগালিচায় ল্যাভেন্ডার–রঙা একটি গাউনে দেখা দেন মাকসুদা আক্তার প্রিয়তি। হাতায় নেটের এক্সটেনশনটি গাউনটিকে আলাদা করেছে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ৭
গাউনটির ডিজাইন করেছেন আইরিশ ফ্যাশন ডিজাইনার ক্লেয়ার গার্ভি। মেকআপ করেন ব্রিটিশ মেকআপ ও কেশসজ্জাশিল্পী ফৌজিয়া
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ৭
মাকসুদা আক্তার প্রিয়তি জানান, বরাবরই  লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে অংশগ্রহণ করতে তাঁর ভালো লাগে। কেননা এখানে আয়োজকদের থেকে শুরু করে, কর্মকর্তা, আলোকচিত্রী, নিরাপত্তার কাজে নিয়েজিত মানুষেরা খুবই আন্তরিক। প্রত্যেকের সময় আর প্রচেষ্টার তাঁরা মূল্যায়ন করেন। ‘কমফোর্ট’ দেওয়ার চেষ্টা করেন। লালগালিচায় মুহূর্তটাকে উপভোগ্য করতে তাঁদের চেষ্টার কোনো কমতি থাকে না
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ৭
২০২২ সালেও এই আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানেও অংশ নেন প্রিয়তি। সেবার অন্যান্য অতিথির সঙ্গে উপস্থিত ছিলেন ঋষি সুনাক ও তাঁর কন্যা। স্বাভাবিকভাবে ঋষি সুনাকের সঙ্গে ভাব বিনিময় করেন মাকসুদা, নিজের সম্পর্কে বলেন। প্রিয়তি তখন ঋষি সুনাককে চিনতেন না। ধারণা করেছিলেন যে হয়তো কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব হবেন। ঋষির সঙ্গে কথা বলে  প্রিয়তির মনে হয়েছিল ‘লোকটা’ অসম্ভব ‘ডাউন টু আর্থ’ আর ‘ওয়েল ম্যানারড’, যাকে বলে নিপাট ভদ্রলোক! ঋষি সুনাকের বিনয় আর আন্তরিকতা মাকসুদাকে মুগ্ধ করেছিল
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ৭
কয়েক দিন পরেই হঠাৎ করে ‘লোকটা’ সম্পর্কে অনেক কিছু জেনে যান প্রিয়তি। কেননা, তিনি তখন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন! ২০২২ সালের ২৫ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় তাঁর প্রধানমন্ত্রিত্ব
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ৭
এর আগে এ বছর মে মাসে ৭৬তম কান চলচ্চিত্র উৎসবে প্রিয়তির একাধিক পোশাক এসেছে আলোচনায়
ছবি: ইনস্টাগ্রাম থেকে