বিয়ের মেহেদির খুঁটিনাটি

বিয়ের আগে কনের হাতে মেহেদি পরা আমাদের এই অঞ্চলের একটা সংস্কৃতি হয়ে উঠেছে। এখন শুধু মেহেদি পরার জন্যই আয়োজন করা হয় আলাদা একটা অনুষ্ঠান। যেখানে মেহেদির নকশা, রং, মেহেদি অর্গানিক হবে নাকি সাধারণ, এসবের পাশাপাশি সেদিনের পোশাক, খাবার নিয়েও চলে গবেষণা।

কনে দেখা আলোয় মেহেদিরাঙা কনেমডেল: আবৃতি আহমেদ মেহেদি আর্টিস্ট: শৌখিন ছবি: অগ্নিলা আহমেদ

বিয়ের কনেকে এখন হাত, বাজু ও পিঠে বাহারি শেডের মেহেদি পরতে দেখা যায়। অনেকে তো ব্লাউজের বদলে মেহেদি দিয়েই নকশা করছেন। তারকাদেরও শাড়ির সঙ্গে এমন বডি মেহেদির ব্লাউজ পরতে দেখা গেছে। কনের হাতে এখন গাঢ় লাল বা খয়েরি মেহেদি বেশি দেখা যায়। বিয়ের মেহেদির রং গাঢ় করার পেছনে একটা প্রচলিত বিশ্বাসও অবশ্য আছে। বলা হয়, মেহেদির রং যত গাঢ় হবে, বিবাহিত জীবনের বন্ধনও তত মজবুত হবে। 

আশপাশে যিনি শখের বশে ভালো মেহেদি পরাতে পারতেন, বিয়েতে আগে তাঁকেই ডাকা হতো। এখন প্রফেশনাল মেহেদি আর্টিস্টদের কদর বেশি। কারণ, নববধূ ও বরেদের এখন চাই বিশেষ থিমের মেহেদি নকশা। মেহেদি পর্বটা দিন দিন এতই জনপ্রিয় হয়ে উঠেছে যে বেড়ে গেছে মেহেদি আর্টিস্টদের চাহিদা। অনেকেই এখন অনলাইনে নিজের পেজ খুলে কনেকে মেহেদি পরানোর বুকিং নিচ্ছেন। বিয়ের মৌসুমে তাঁদের এতই ব্যস্ততা থাকে যে কয়েক সপ্তাহ আগে না দিলে বুকিং পাওয়া কঠিন হয়ে পড়ে। 

হাত ভরে মেহেদি দিচ্ছে একালের কনেরা
ছবি: অগ্নিলা আহমেদ
সাধারণত বিয়ের অনুষ্ঠানের ২৪–৪৮ ঘণ্টা আগে মেহেদি পরলে ভালো। এতে বিয়ের দিন মেহেদির রংটা ঠিকঠাক গাঢ় হয়। অর্গানিক মেহেদি দিলে দুই দিন আগে দেওয়ার চেষ্টা করুন।
তামান্না, ব্যবস্থাপক, আকলিমা বিউটি পারলার

ব্রাইডাল মেহেদি এখন দুই হাত ভরে দেওয়ার চল। কনুই পর্যন্ত দুই হাতে মেহেদি পরতে ৪ থেকে ৫ ঘণ্টা লাগে। তাই ধৈর্য চাই। প্রফেশনাল আর্টিস্ট ছাড়া শখের বশে এই কাজ করতে গেলে শেষে দিকে অধৈর্য হয়ে উঠতে পারেন আর্টিস্ট। তাড়াহুড়ো করতে গিয়ে খারাপ হয়ে যেতে পারে নকশা। তাই হাতে সময় নিয়ে, আরাম করে মেহেদি দেওয়ার জন্য বসতে হবে। বিয়ের মেহেদি দেওয়ার আগে যে বিষয়গুলো মেনে চলা জরুরি— 

তাড়াহুড়ো না

বিয়ের মেহেদি দিতে ৪-৮ ঘণ্টার মতো লাগে, কনের তাই আরামদায়ক জামা পরে আয়েশি ভঙ্গিতে বসা উচিত। দীর্ঘক্ষণ বসে থাকার জন্য আশপাশে কিছু বালিশ বা কুশন রাখুন। একই সঙ্গে স্ট্রসহ অল্প কিছু জুস বা পানীয় রাখতে পারেন।

হাতের মেহেদিতে বরের নাম লেখে কনে
ছবি: অগ্নিলা আহমেদ

মেহেদি শুকানোর পর আরও ৬-৮ ঘণ্টা সাবান বা পানি না লাগানোর অনুরোধ করেন আর্টিস্টরা। এই সময়ে পানি বা সাবান লাগালে রং ভালো আসে না।

সম্ভব হলে আগেই বসুন

মেহেদি দেওয়াটা খুব ধৈর্য ও মনোযোগের কাজ। নাচগান, আত্মীয়স্বজনের হট্টগোল ও আড্ডার মধ্যে মেহেদি দিতে গেলে নকশা খারাপ হাওয়ার আশঙ্কা থাকে। আর্টিস্টটের মনোযোগও এতে বিঘ্নিত হতে পারে। আবার সেই আড্ডাতে শামিল হতে না পারলে কনের মনও খারাপ হয়। তাই অনুষ্ঠানের অন্তত কয়েক দিন আগে মেহেদি দিতে বসে যাওয়া ভালো।  

মেহেদির আগে স্যালন ট্রিটমেন্ট

বিয়ে বা মেহেদির অনুষ্ঠানের আগে অবশ্যই ওয়াক্সিং, ডি ট্যান, ম্যানিকিউর, পেডিকিউর করে ফেলা উচিত। মেহেদির পর এই কাজগুলো করতে গেলে নকশা নষ্ট হয়ে যাবে। মেহেদির আগে নখে হালকা ট্রান্সপারেন্ট নেইল পলিশের কোটিং করতে পারেন, এতে মেহেদি দেওয়ার সময় নখে রং লাগার ঝুঁকি থাকবে না। 

কনের দুই হাতে মেহেদি দিয়ে দিচ্ছে শৌখিনের দুইজন মেহেদি আর্টিস্ট
ছবি: অগ্নিলা আহমেদ

আর্টিস্ট বুকিং

বিয়ের আগে খুটিনাটি অনেক সিদ্ধান্ত নিতে হয়, থাকে শেষ মুহূর্তের কেনাকাটা। তাই আগেই ঠিক করে রাখুন মেহেদি আর্টিস্ট। বুক করার আগে তাঁর পোর্টফোলিওটা একটু যাচাই-বাছাই করে নেওয়া ভালো। সাধারণত পারলারে বা আর্টিস্টদের কাছে মেহেদি দিতে চাইলে বাজেট রাখতে হয় ৩ থেকে ৮ হাজার টাকা। পছন্দের আর্টিস্টের সঙ্গে ছোটখাটো একটা মিটিং সেট করে নকশা, সময় ও বাজেট ঠিক করে নিন। সময় না থাকলে মিটিংটা অনলাইনেও করে নিতে পারেন।

প্রায় ১০ বছর ধরে মেহেদি আর্ট করছেন শৌখিন পেজের স্বত্বাধিকারী রুবিনা তুস ফাতিমা। তিনি বলেন, অনুষ্ঠানের আগে অবশ্যই মেহেদি আর্টিস্টদের সঙ্গে আলোচনা ও পরামর্শ করে নেওয়া উচিত। মোগল, জয়পুরী বা বিশেষ ফিচারের ডিজাইনার মেহেদির দামদর, সময়, বাজেট ইত্যাদি বিষয় ঠিক করার জন্য ক্লায়েন্ট ও আর্টিস্টদের মধ্যে স্বল্প সময়ের জন্য হলেও মিটিং দরকার আছে।

আরও পড়ুন

কিছু মেহেদি দেওয়ার পর অনেকের শরীরে অ্যালার্জি দেখা দেয়। সে ক্ষেত্রে মেহেদির ধরনে বদল আনা জরুরি হয়ে পড়ে। কারও হাতে আবার মেহেদির রং দ্বিতীয়বারে বেশি গাঢ় হয়। সেসব বুঝে সবকিছু আগে ঠিক করে নিতে একটা ছোট্ট মিটিং করে নেওয়া ভালো।

মেহেদি স্বাভাবিক প্রক্রিয়ায় শুকালেই ভালো
ছবি: অগ্নিলা আহমেদ

টকটকে ও দীর্ঘস্থায়ী করার টিপস

যে মেহেদিরাঙা হাতের জন্য এত আয়োজন, সেই রং যদি দু–এক দিনের মধ্যে মুছে যায়, তাহলে তো মুশকিল। তাই মেহেদির রং টকটকে ও দীর্ঘস্থায়ী করার কিছু টিপস দেওয়া হলো—

  • দেওয়ার এক ঘণ্টার মধ্যেই অনেকটা শুকিয়ে যায় মেহেদি। যখন শুকাতে শুরু করবে, অল্প পানিতে কিছুটা চিনি গুলিয়ে তাতে কিছুটা লেবুর রস যোগ করতে হবে। এবার অল্প তুলার সাহায্যে এই মিশ্রণটি একটু পর পর মেহেদির ওপর দিতে হবে। মেহেদি শুকিয়ে গেলে ২–৩ বার এই মিশ্রণ তুলার সাহায্যে মেহেদিতে দিলে রং গাঢ় হবে। 

  • মেহেদি তুলে ফেলার পর ৮–৯ ঘণ্টা পানির সংস্পর্শে না আসাই ভালো। এতে রং ভালো হবে। যদি পানি ব্যবহার করতেই হয়, তাহলে হাতে গ্লাভস পরে নিন।

  • মেহেদি দেওয়ার আগে হাতে বা পায়ে কোনো ধরনের ক্রিম বা ময়েশ্চারাইজার ব্যবহার করবেন না। 

  • মেহেদি শুকিয়ে গেলে পানি দিয়ে হাত পরিষ্কার করবেন না; বরং ভোঁতা কোনো চামচের সাহায্য নেওয়া যেতে পারে। চাইলে এরপর শর্ষের তেল ব্যবহার করতে পারেন।  

  • যদি মেহেদি হাতে নিয়েই ঘুমাতে হয়, তাহলে মেহেদি কিছুটা শুকিয়ে গেলে পাতলা পেপার বা টিস্যু দিয়ে হালকা মুড়িয়ে ঘুমানো উচিত। অনেকে প্লাস্টিক ব্যাগ ব্যবহার করেন, এতে হাত ঘেমে যায়।

  • নখে মেহেদির রং না লাগাতে চাইলে সেখানে ভ্যাসলিন–জাতীয় কিছু দিয়ে রাখতে পারেন।   

  • প্যানে কিছু লবঙ্গ গরম করে তার ওপর মেহেদি দেওয়া হাত সেঁকে নিতে পারেন। এতে শরীরে তাপমাত্রা বৃদ্ধি পায়, যা মেহেদির রং গাঢ় করে। 

  • মেহেদি স্বাভাবিক প্রক্রিয়ায় শুকালেই ভালো। হেয়ার ড্রায়ার বা চুলার তাপে শুকালে রং তাড়াতাড়ি চলে যাওয়ার ঝুঁকি থাকে।

আরও পড়ুন